এক্সপ্লোর
IAS Success Story: প্রথমবার পরীক্ষা দিয়েই UPSC জয়, সারা দেশে ১৯তম স্থান অর্জন করে নজির লাঘিমার
IAS Laghima Tiwari: দেশের অন্যতম কঠিন পরীক্ষায় কোনও কোচিং ছাড়া প্রথমবারেই পাশ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন লাঘিমা তিওয়ারি।
ছবি- লাঘিমা তিওয়ারির ইনস্টাগ্রাম
1/10

দেশের অন্যতম কঠিন পরীক্ষায় কোনও কোচিং ছাড়া প্রথমবারেই পাশ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দেশের অন্যতম কঠিন পরীক্ষায় কোনও কোচিং ছাড়া প্রথমবারেই পাশ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন লঘিমা তিওয়ারি। ছবি- দেশের অন্যতম কঠিন পরীক্ষায় কোনও কোচিং ছাড়া প্রথমবারেই পাশ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন লাঘিমা তিওয়ারি। ছবি- লাঘিমা তিওয়ারির ইনস্টাগ্রামর ইনস্টাগ্রাম। ছবি- লঘিমা তিওয়ারির ইনস্টাগ্রাম
2/10

রাজস্থানের আলোয়ারে বড় হয়েছেন লাঘিমা তিওয়ারি। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ছিল লাঘিমার। ছবি- লাঘিমা তিওয়ারির ইনস্টাগ্রাম
3/10

দিল্লির টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক উত্তীর্ণ হন তিনি। ছবি- লাঘিমা তিওয়ারির ইনস্টাগ্রাম
4/10

২০২১ সালে স্নাতক উত্তীর্ণ হওয়ার পরেই UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন লাঘিমা তিওয়ারি। ছবি- লাঘিমা তিওয়ারির ইনস্টাগ্রাম
5/10

এক সাক্ষাৎকারে পরে লাঘিমা জানিয়েছেন যে ইউটিউবে তিনি UPSC টপারদের বক্তব্য শুনতেন, তাঁদের থেকে শিখতেন কী কৌশলে এই পরীক্ষায় ভাল ফল করা যায়। ছবি- লাঘিমা তিওয়ারির ইনস্টাগ্রাম
6/10

কোচিং নেননি লাঘিমা। কোনও কোচিং ছাড়াই নিজে পড়ে আর পরপর পরীক্ষা দিয়ে অভ্যাস করে সাফল্য পেয়েছেন তিনি। ছবি- লাঘিমা তিওয়ারির ইনস্টাগ্রাম
7/10

লাঘিমা বিশ্বাস করেন একনিষ্ঠতায়। তিনি উৎসাহী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে তাঁরা যদি দিনে কয়েক ঘন্টাও পড়েন, তবে সেই সময়টাই যেন নিষ্ঠার সঙ্গে রোজ পড়তে বসেন। ছবি- লাঘিমা তিওয়ারির ইনস্টাগ্রাম
8/10

আর এভাবেই সাফল্য পাওয়া যাবে বলে মনে করেন লাঘিমা। এর সঙ্গে সঙ্গে তিনি প্রস্তুতির স্ট্র্যাটেজি তৈরির বিষয়েও জোর দিয়েছেন। ছবি- লাঘিমা তিওয়ারির ইনস্টাগ্রাম
9/10

২০২২ সালে ইউপিএসসি পরীক্ষায় প্রথমবার বসেন লাঘিমা আর প্রথমবারেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের মধ্যে ১৯ র্যাঙ্ক অর্জন করেন তিনি। ছবি- লাঘিমা তিওয়ারির ইনস্টাগ্রাম
10/10

ইউপিএসসি মেনসে তাঁর ঐচ্ছিক বিষয় ছিল নৃতত্ত্ব। অথচ ৯ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তিনি জীববিদ্যা নিয়েই পড়াশোনা করেছেন, কিন্তু লাঘিমা প্রমাণ করেছেন গতে বাঁধা ভাবনার বাইরে বেরোলেই সাফল্য আসে। ছবি- লাঘিমা তিওয়ারির ইনস্টাগ্রাম
Published at : 29 Feb 2024 06:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















