এক্সপ্লোর
IAS Success Story: বকশিশের টাকা জমিয়ে বই কিনতেন, ডাক্তারি পাশ করেও দরিদ্রদের পাশে দাঁড়াতে IAS হন রাজেন্দ্র
Rajendra Bharud: ছোটবেলায় প্রবল অভাবে দিন কেটেছে, একটা কুঁড়েঘরে থেকেও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলেন রাজেন্দ্র। তারপর ডাক্তারি থেকে IAS। কোনও বাধাই দমাতে পারেনি মহারাষ্ট্রের রাজেন্দ্রকে।
ছবি- রাজেন্দ্র ভরুধের এক্স হ্যান্ডল
1/10

দারিদ্র্য, যন্ত্রণা, অভাব কখনও সাফল্যের পথে অন্তরায় হতে পারে না। দরকার শুধু সফল হওয়ার ইচ্ছে আর অদম্য নিষ্ঠা এবং পরিশ্রম। আর সেই কথাই যেন প্রমাণ করে দিয়েছেন মহারাষ্ট্রের রাজেন্দ্র ভরুধ। ছবি- রাজেন্দ্র ভরুধের এক্স হ্যান্ডল
2/10

মহারাষ্ট্রের সকরি তালুকের অন্তর্গত সামোড়ে গ্রামে ১৯৮৮ সালের ৭ জানুয়ারি জন্ম হয় রাজেন্দ্রর। মায়ের পেটে থাকাকালীনই তাঁর বাবা মারা যান। তাঁর পরিবার এতটাই দরিদ্র ছিল যে তাঁর বাবার একটা ছবিও তোলা হয়নি কখনও। ভাটিতে মদ বিক্রি করেই দিন চলত তাঁদের। থাকতেন একটা ছোট্ট কুঁড়েঘরে। ছবি- রাজেন্দ্র ভরুধের এক্স হ্যান্ডল
Published at : 16 Jan 2024 12:08 PM (IST)
আরও দেখুন






















