এক্সপ্লোর
Tough Exams In India:উচ্চশিক্ষা ও নিয়োগ ক্ষেত্রে দেশের অন্যতম কঠিন পরীক্ষা এগুলি...
Education News উচ্চশিক্ষা থেকে সরকারি চাকরি, সুযোগ পেতে হলে পাশ করতে হবে কঠিন এই পরীক্ষাগুলি। কী কী রয়েছে সেই তালিকায়? ঝট করে দেখে নেওয়া যাক?
উচ্চশিক্ষা ও নিয়োগ ক্ষেত্রে দেশের অন্যতম কঠিন পরীক্ষা এগুলি...
1/8

সরকারি চাকরি হোক বা উচ্চশিক্ষা, বেশ কিছু কঠিন পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে দাখিল হওয়ার উপায় নেই। এমন একাধিক পরীক্ষার কথা কম-বেশি আমরা অনেকে জানি। তারই একটি তালিকা দেখে নেওয়া যাক? তবে এর বাইরেও কিছু এ দেশে কঠিন পরীক্ষার সংখ্যা কিছু কম নয়। (ছবি:PIXABAY)
2/8

তালিকায় প্রথমেই থাকবেন ইউপিএসসি পরিচালিত সিভিল সার্ভিসেস এগজ্যাম। IAS, IPS এবং IFS-র মতো পদে, কেন্দ্রীয় সরকারের আমলা হিসেবে যোগ দিতে কঠিন এই পরীক্ষার বেড়া ডিঙোনো জরুরি। প্রিলিমিনারি, মেইনস এবং ইন্টারভিউ-এই তিন ধাপে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চলে।
Published at : 11 Feb 2024 10:09 AM (IST)
আরও দেখুন






















