এক্সপ্লোর
BJP Brigade Rally: ব্রিগেড থেকে বিজেপির মেগা প্রচার, মেনুতে ভাত-বাঁধকপি, মাংস

ব্রিগেডের পথে বিজেপির কর্মী সমর্থকরা
1/8

আজ ব্রিগেড সমাবেশ দিয়ে শুরু হচ্ছে বাংলায় বিজেপির মেগা প্রচার। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
2/8

দূর-দূরান্তের জেলা থেকে ট্রেনে-বাসে করে আসতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। ময়দানের ধার দিয়ে উনুন জ্বালিয়ে চলছে রান্না। মেনুতে রয়েছে ভাত-বাঁধকপির তরকারি, এমনকী মাংসও।
3/8

শনিবার ব্রিগেডের প্রস্তুতি খতিয়ে দেখেন দলের কেন্দ্র ও রাজ্যের নেতারা। রবিবার মোদির কাছাকাছি যাঁরা আসবেন, এদিন মঞ্চের পাশে ক্যাম্প করে তাঁদের কোভিড টেস্ট করা হয়।
4/8

ব্রিগেড সমাবেশকে বর্ণময় করে তোলার চেষ্টা। মোদির মুখোশ পরে প্রস্তুত বিজেপি কর্মী-সমর্থকরা। মুখে ভারতমাতা কি জয় ধ্বনি।
5/8

মুরলীধর সেন লেনে বিজেপির সদর দফতরে কর্মী-সমর্থকদের ভিড়। রাজ্যের বিভিন্ন প্রান্ত বাসে করে আসছেন কর্মী-সমর্থকরা। পার্টি অফিসের সামনে থেকে ছোট ছোট মিছিল করে ব্রিগেডের পথে রওনা দিচ্ছেন তাঁরা। উত্তরবঙ্গ থেকে ব্রিগেডে আসার জন্য ২৪ কামরার একটি ট্রেনও ভাড়া করেছে বিজেপি।
6/8

বিজেপি সূত্রে খবর, শিয়ালদা, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং হাওড়া এই ৩ জায়গা থেকে আজ ব্রিগেডে বিজেপি কর্মী-সমর্থকদের বড় মিছিল।
7/8

দুপুর ১টা ২০ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টো নাগাদ পৌঁছবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। মোদির পাশাপাশি আজ ব্রিগেডে উপস্থিত থাকবেন মিঠুন চক্রবর্তীও।
8/8

বিজেপির মেগা সমাবেশ উপলক্ষে শুধু ব্রিগেডেই প্রধানমন্ত্রী, অমিত শা ও জে পি নাড্ডার ৩ হাজার কাট আউট লাগানো হয়েছে। থাকছে ২০টি জায়ান্ট স্ক্রিন।
Published at : 07 Mar 2021 08:15 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
