এক্সপ্লোর
Dolyatra 2024: 'কোনও রং দেওয়াই আর বাকি নেই..', বিষ্ণুপুরে বসন্ত উৎসবে মাতলেন সুজাতা ও সৌমিত্র
Sujata Soumitra Dol Utsav: বসন্ত উৎসবে মাতলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল, সৌমিত্র খাঁ..

'কোনও রং দেওয়াই আর বাকি নেই..', বিষ্ণুপুরে বসন্ত উৎসবে মাতলেন সুজাতা ও সৌমিত্র
1/12

বিষ্ণুপুরে বসন্ত উৎসবে অংশগ্রহণ করলেন সৌমিত্র খাঁ।
2/12

সুজাতার পাশাপাশি এদিন রঙের উৎসবের মাঝে ভোটের প্রচারও সারলেন তিনি।
3/12

সৌমিত্র খাঁ এদিন বলেন, হোলি নিয়ে আমরা বিষ্ণুপুরবাসী সবসময় মত্ত থাকি।
4/12

হোলি সমগ্র বাংলা তথা ভারতবাসীর কাছে রঙিন দিন। আমরা এদিন সকলেই মেতে উঠি, মন্তব্য সৌমিত্রর
5/12

বিষ্ণুপুরে বসন্ত উৎসবে অংশগ্রহণ করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল।
6/12

কচিকাঁচাদের সঙ্গে রঙ খেলতে দেখা গেল তৃণমূল প্রার্থীকে।অন্যদিকে মহিলাদের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তিনি।
7/12

অন্যদিকে মহিলাদের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তিনি।
8/12

সাধারণ মানুষ ও পর্যটকদের সঙ্গে বসন্ত উৎসবে শামিল হতে দেখা গেল তৃণমূল প্রার্থীকে।
9/12

বিষ্ণুপুরে এবার লড়াইয়ের ময়দানে রয়েছেন সুজাতা ও সৌমিত্র।
10/12

সুজাতা মণ্ডল বলেছেন, 'শ্বেতশুভ্র শাড়ি পরে এসেছিলাম, কিন্তু কোনও রং দেওয়াই আর বাকি নেই। আজকের দিনটা বিষ্ণুপুর লোকসভার মানুষের সঙ্গে আবির খেলছি।'
11/12

তৃণমূলের প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল। বিজেপির প্রার্থী হয়ে ফের একবার সাংসদ হওয়ার লড়াইয়ে নেমেছেন সৌমিত্র খাঁ।
12/12

জয়ের লক্ষ্য়কে সামনে রেখে ভোট প্রচারে নেমে পড়েছেন দুজনেই।
Published at : 25 Mar 2024 06:00 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
