এক্সপ্লোর
Lok Sabha Polls 2024: সায়নীকে শুভেচ্ছা ফুল বিক্রেতার, যাদবপুরে ভোট প্রচারে TMC প্রার্থী
Saayoni Vote Campaign: ভোটের মুখে জোরকদমে প্রচারে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। আজ গেলেন ১০৪ নং ওয়ার্ডে..

নিজের দোকানের মালা পরিয়েই সায়নীকে শুভেচ্ছা ফুল বিক্রেতার, ছবি সৌজন্যে সায়নী ঘোষ ফেসবুক পেজ
1/10

ভোটের মুখে জোরকদমে প্রচারে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।
2/10

এদিন ১০৪ ওয়ার্ডে ভোটপ্রচারে নামেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।
3/10

তবে বলাইবাহুল্য লোকসভা ভোটে এই কেন্দ্র নজর প্রত্য়েকটা রাজনৈতিক দলেরই।
4/10

একেই 'কাজ হয়নি আগে',সম্প্রতি সায়নীর প্রচারের মাঝেই এই অভিযোগ নিয়ে সামনে দাঁড়িয়েছিল স্থানীয়রা।
5/10

যদিও সায়নী স্পষ্ট জানিয়েছিলেন, আগে কী হয়েছে সেটা না ভাবতে, তবে তাঁকে ২৪ ঘণ্টাই পাবে যাদবপুরবাসীর।
6/10

গত বৃহস্পতিবার বিকেলে যাদবপুরের বদলে সায়নীকে দেখা গিয়েছিল কলকাতা দক্ষিণে।
7/10

সম্প্রতি ভোটের আগে গড়িয়াহাট মোড়ে দাবা খেলায় মত্ত হন যাদবপুরের তৃণমূল প্রার্থী।
8/10

তবে ভোটের প্রচার নয়, দাবার ঘুটি হাতে ছবির প্রচার করেন ওইদিন তৃণমূলের তারকা প্রার্থী ।
9/10

সায়নী বলেছেন,' সৃজনই প্রতিদ্বন্দ্বী। বিজেপি ফ্য়াক্টর না। তবে আমি আত্মবিশ্বাসী যে আমিই জিতব।'
10/10

রাজনীতির ময়দানে সায়নী ঘোষ প্রতিপক্ষকে চেকমেট করতে পারেন কিনা তা জানা যাবে ৪ জুন, ভোটের ফল বেরনোর পর।
Published at : 12 Apr 2024 04:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
