এক্সপ্লোর
Loksabha Elections 2024: ফ্রি-হেলথ চেকআপ থেকে ঘুরতে যাওয়ায় ছাড়, ভোট দিলেই মিলবে আকর্ষণীয় উপহার!
শুক্রবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হচ্ছে দেশের ৮৯টি লোকসভা কেন্দ্রে। ভোটারদের উৎসাহিত করতে লোভনীয় সব অফার দিয়েছে বিভিন্ন সংস্থা। রেস্তোঁরার খাবার থেকে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া। ছাড় মিলছে সব জায়গাতেই।
প্রতীকী ছবি (সৌজন্য-পিটিআই)
1/9

কর্নাটকে ১৪টি লোকসভা কেন্দ্রের মধ্যে বেঙ্গালুরুতে ভোটার রয়েছেন এক কোটিরও বেশি। শুক্রবার তাঁরা যাতে ভোট প্রক্রিয়াতে অংশগ্রহণ করে তার জন্য বিভিন্ন লোভনীয় অফার ও পরিবেষা দেওয়ার কথা ঘোষণা করেছে বেশ কয়েকটি হোটেল ও সংস্থা। এনরুপাতুঙ্গা রোডে অবস্থিত নিসর্গ গ্র্যান্ড হোটেল ভোট দিলে বিনামূল্যে ধোসা, ঘি ভাত ও একটি পানীয় দেওয়ার কথা ঘোষণা করেছেন। (ছবি সৌজন্য- পিক্সাবে)
2/9

বেলান্দুর এলাকার একটি রেস্তোঁরা কাম পাবের তরফে ঘোষণা করা হয়েছে, ভোট দিয়ে এলেই প্রত্যেককে ফ্রিতে দেওয়া হবে এক গ্লাস করে ঠাণ্ডা বিয়ার। পাশাপাশি বিশেষ ছাড় মিলবে ২৭ ও ২৮ তারিখ কেনাকাটা করলে। (ছবি সৌজন্য-পিটিআই)
Published at : 26 Apr 2024 06:05 PM (IST)
আরও দেখুন






















