এক্সপ্লোর
Telangana Election Result 2023: দাক্ষিণাত্য অভিযান অব্যাহত কংগ্রেসের, হায়দরাবাদে 'CM' স্লোগানে অভ্যর্থনা দলীয় এই নেতাকে
CONGRESS: শতাংশের বিচারে এখনও পর্যন্ত তেলঙ্গানায় ভোট প্রাপ্তি বেশি কংগ্রেসের। ৪০ শতাংশ ভোট পেয়েছে শতাব্দী প্রাচীন এই দলটি।

Telangana Assembly Poll 2023
1/10

তেলঙ্গানায় ক্ষমতা হারানোর পথে বিআরএস। ক্ষমতা দখলের পথে কংগ্রেস।
2/10

এখনও পর্যন্ত ট্রেন্ড অনুযায়ী, দক্ষিণের এই রাজ্যে বিআরএস এগিয়ে ৪০টি আসনে, অন্যদিকে কংগ্রেস এগিয়ে ৬৩টিতে। বিজেপি ৮টি ও এআইএমআইএম এগিয়ে ৬টিতে। অন্যান্যরা ১টিতে।
3/10

শতাংশের বিচারে এখনও পর্যন্ত তেলঙ্গানায় ভোট প্রাপ্তি বেশি কংগ্রেসের। ৪০ শতাংশ ভোট পেয়েছে শতাব্দী প্রাচীন এই দলটি। বিআরএসের ঝুলিতে ৩৮ শতাংশ, বিজেপির ১৪ শতাংশ, এআইএমআইএমের ১ শতাংশ ও অন্যান্য ৭ শতাংশ।
4/10

কংগ্রেস যত সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোতে থাকে, তত উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকরা। পার্টি অফিসের সামনেই শুরু হয়ে যায় হইহল্লা।
5/10

দক্ষিণের এই রাজ্যে 'হাতে'র জয়জয়কারে কৃতিত্ব যাচ্ছে রেবন্ত রেড্ডির উপর। তেলঙ্গানা কংগ্রেসের সুপ্রিমো হিসাবে তিনি যে স্টাইলে কাজ করেছেন, তা নিয়েই এখন শুরু হয়েছে চর্চা।
6/10

এন চন্দ্রবাবু নায়ডু নেতৃত্বাধীন তেলুগু দেশম পার্টির প্রাক্তন বিধায়ক ছিলেন রেবন্ত রেড্ডি। এই মুহূর্তে মলকাজগিরি লোকসভা কেন্দ্রের প্রতিনিধি। ২০১৭ সালে তিনি কংগ্রেসে যোগ দেন। একাধিক ইস্যুতে বিআরএস সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। রেড্ডির উপরেই ভরসা রাখেন কংগ্রেস নেতৃত্ব।
7/10

কংগ্রেস হাইকম্যান্ড তাঁকেই কেসিআরের বিরুদ্ধে বেছে নেন। তার ফলও মিলছে হাতেনাতে। এখনও পর্যন্ত যে ফলাফল সামনে এসেছে তাতে কংগ্রেস ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠতার গণ্ডি পেরিয়ে গেছে তেলঙ্গানায়।
8/10

বিপুল এই সাফল্যের পর এদিন হায়দরাবাদের কংগ্রেস কার্যালয়ে রেবন্ত রেড্ডিকে আসতে দেখেই 'সিএম সিএম' স্লোগান তুলতে থাকেন কংগ্রেস কর্মীরা।
9/10

দলের বিশাল ব্যবধানে জয়ের ছবি ধীরে ধীরে স্পষ্ট হতেই আতসবাজি শুরু করে দেন কংগ্রেস কর্মীরা।
10/10

তেলঙ্গানায় দলের সাফল্যের উচ্ছ্বাস ধরা পড়ল দিল্লিতেও। AICC-র সদর দফতরের সামনে আনন্দে মেতে উঠলেন একাংশ কর্মী-সমর্থক।
Published at : 03 Dec 2023 04:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
