এক্সপ্লোর
WB Election 2021: 'বিজেপি ক্ষমতায় এলে দুর্গাপুজোর আগেই বাংলার কৃষকদের অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা', প্রতিশ্রুতি মোদির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
1/10

মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচন হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার একাংশে। তিন জেলার যে ৩১টি আসনে ভোট সেই এলাকাগুলিতে কৃষিই মানুষের অন্যতম প্রধান পেশা।
2/10

এই প্রেক্ষাপটে তৃতীয় দফার ভোটের ৭২ ঘণ্টা আগে রাজ্যে প্রচারে এসে কৃষকদের মন জয়ের কোনও কসুর করলেন না নরেন্দ্র মোদি। বুঝিয়ে দিলেন, বঙ্গ দখলে পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পই হতে চলেছে বিজেপির প্রধান হাতিয়ার।
3/10

প্রধানমন্ত্রী বলেন, বকেয়া ১৮ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে, দুর্গাপুজোর আগে হবে, এখন থেকে কৃষকদের নামের তালিকা শুরু করে দিন, বাংলায় নতুন মুখ্যমন্ত্রীকে বলব প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নিন।
4/10

তবে এই প্রথম নয়। এর আগে হলদিয়ার সভা থেকে একই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু শনিবার হরিপালের সভায় পিএম কিষাননিধি প্রকল্প নিয়ে নরেন্দ্র মোদি যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা আদর্শ নির্বাচনবিধির পরিপন্থী বলেই মনে করছে তৃণমূল। তৃণমূল রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, নির্বাচন চলাকালীন এধরনের প্রতিশ্রুতি দেওয়া যায় না, উনি নির্বাচনী বিধিভঙ্গ করেছেন।
5/10

এদিন হরিপালের যে এলাকায় নরেন্দ্র মোদির সভা ছিল, তার পাশেই সিঙ্গুর ব্লক। তাই ভোটের মুখে সিঙ্গুর নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া নিশানা করেন প্রধানমন্ত্রী। এমনকি সিঙ্গুরের মানুষকে মমতা ধোঁকা দিয়েছেন বলেও মন্তব্য করেন মোদি।
6/10

প্রধানমন্ত্রী বলেন, সিঙ্গুরকে কতটা ধোঁকা দিয়েছে তা আমার থেকে আপনারা ভাল জানেন, দিদি ধোঁকা দিয়েছেন, সিঙ্গুরে এখন না কাজ আছে, না শিল্প, কৃষকদের অবস্থা দুর্বিষহ।
7/10

টাটার প্রকল্প গুজরাতে চলে যাওয়ার পর কী হল তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূল। সুখেন্দুশেখর বলেন, সিঙ্গুরের মানুষকে সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছেন নাকি মোদি? কুমিরের কান্না কেঁদে লাভ নেই, সিঙ্গুরের জন্য কী করেছেন মোদি?খুব সিঙ্গুর করছেন সানন্দে নিয়ে যাওয়ার পর ন্যানো কোম্পানি বিক্রি হয়ে গেল কেন? দুই দলকে আবার এক বন্ধনীতে এনে পাল্টা আক্রমণ করছে বামেরা।
8/10

দু’দফার ভোটে কে কত আসন পাবে, তা ফল ঘোষণার অনেক আগেই জানিয়ে মনস্তাত্ত্বিক লড়াই শুরু দিয়েছে তৃণমূল ও বিজেপি। এরই মধ্যে হরিপালের সভা থেকে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বললেন, দিদি হার আপনার সামনে, স্বীকার করুন, বাংলার মানুষকে আপনি অপমান করেছেন।
9/10

পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সুখেন্দুশেখর রায় বলেন, ওদের কোনও শিষ্টাচার নেই, ওরা এজেন্সি ব্যবহার করে দমন পীড়ন চালাচ্ছে, ওদের বডি ল্যাঙ্গুয়েজ আক্রমণাত্মক, দিদির খেলা শুরু হয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা হবে মোদি সরকারকে উৎখাত করার।
10/10

সব মিলিয়ে তৃতীয় দফার ভোটে আগে তৃণমূল-বিজেপি বাগযুদ্ধ চরমে। ছবি সৌজন্য - পিটিআই
Published at : 03 Apr 2021 07:27 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
