পরিচালক মনসুর খানের মেয়ে জায়ান খানের বিয়ে উপলক্ষে সাজ সাজ রব খান পরিবারে। তিনি আমির খানের ভাইঝি। বিয়ের অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়েছে। অনুষ্ঠানের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
2/5
আমির খানের মেয়ে ইরা খানও ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
3/5
ব্যক্তিগত পরিসর নিয়ে বরাবরই সচেতন মনসুর খান। যদিও জায়ান খান হলুদ মাখা ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়।
4/5
এক সময় প্রথম সারির পরিচালক ছিলেন মনসুর খান। ক্যায়ামত সে ক্যায়ামত, জো জিতা ওহি সিকন্দর ছবির পরিচালক ছিলেন তিনি। আকেলে হম আকেলে তুম, জোশ ছবিরও পরিচালক তিনি। জানে তু ইয়া জানে ছবিতে সহ প্রযোজক ছিলেন মনসুর খান।
5/5
মিসেস সিরিয়াল কিলারের হাত ধরে সিনে জগতে পা রেখেছেন জায়ান। এই ওয়েবসিরিজে আছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, মনোজ বাজপেয়ী, মোহিত রায়না।