এক্সপ্লোর
Boman Irani On Childhood Memories: 'একই সিনেমা বারবার দেখতে বলতেন মা', ছেলেবেলার গল্প শোনালেন বোমন ইরানি
Boman Irani: অভিনয়ের পাশাপাশি এবার পরিচালনায় বোমন ইরানি। 'থ্রি ইডিয়টস', 'মুন্নাভাই এমবিবিএস'-এর মতো সিনেমায় যাঁর অভিনয়ে মুগ্ধ দেশবাসী, তাঁর ছেলেবেলার সিনেমা দেখার অভিজ্ঞতা কেমন ছিল?

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10

অভিনয় দক্ষতা দিয়ে আগেই সকলের মন জয় করেছেন তিনি। এবার বসতে চলেছেন পরিচালকের আসনে। তিনি বোমন ইরানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি হাঁটলেন স্মৃতির সরণি ধরে। ছেলেবেলায় সিনেমার প্রতি ছেলের আগ্রহ বুঝে কীভাবে তাঁকে অনুপ্রাণিত করেছিলেন তাঁর মা, জানালেন নিজেই। ছবি: ইনস্টাগ্রাম
2/10

'সিনেভেসচার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪'-এ সম্প্রতি 'চালচিত্র টকস'কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা প্রথমবার প্রেক্ষাগৃহে গিয়ে তাঁর সিনেমা দেখার অভিজ্ঞতা বর্ণনা করেন। ছবি: ইনস্টাগ্রাম
3/10

'মুন্নাভাই এমবিবিএস' অভিনেতা সাক্ষাৎকারে বলেন, 'আমি খুব বেশি কথা বলতাম না। আধো আধো উচ্চারণ ছিল, তোতলাতাম, কথা বলতে গেলে যুদ্ধ করতে হত রীতিমতো, ফলে কখনওই আমি বেশি কথা বলতাম না।' ছবি: ইনস্টাগ্রাম
4/10

তিনি বলে চলেন, 'বলা ভাল আমি কথাই বলতাম না। এবং আমার সবটা বের করার মতো কোনও একটা দরজার প্রয়োজন ছিল। ছেলেবেলায় একদিন আমি যখন মঞ্চে ছিলাম এবং আমার মা দর্শকাসনে বসে কোণে কোথাও থেকে একটা হাসতে থাকেন।' ছবি: ইনস্টাগ্রাম
5/10

অভিনেতা বলেন, 'আমার মা বুঝেছিলেন যে আমি সিনেমা ও মঞ্চ খুবই পছন্দ করি। মা আমাকে বারবার সেই সব সিনেমা দেখতে উৎসাহ দিতেন যেগুলো আমি হয়তো আগেও দেখেছি।' ছবি: ইনস্টাগ্রাম
6/10

'আমি জিজ্ঞেস করেছিলাম, 'কেন মা?' মা তখন বলেছিলেন, 'তাহলে তুমি বুঝবে লাইটিং কীরকম হয়, লিরিক্স, নাটকীয়তা ও অভিনয় বুঝবে।' ছোটবেলায় সিনেমা দেখতে যাওয়ার এই অভিজ্ঞতাই আমার মনে আছে।' ছবি: ইনস্টাগ্রাম
7/10

বোমন ইরানির কথায় সমস্ত রকমের ছবি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বলাই বাহুল্য বোমন ইরানিকে আমরা নানা ধরনের চরিত্রে অভিনয় করতে দেখেছি, প্রশংসাও করেছি অঢেল। ছবি: ইনস্টাগ্রাম
8/10

৩৫ বছর বয়সে প্রথম পাসপোর্ট হাতে পান অভিনেতা। তিনি বলেন, 'আমি তার আগে কখনও কোথাও ঘুরতে যাইনি। সিনেমা আমাকে গোটা বিশ্ব ঘুরিয়েছে। বিভিন্ন ধরনের শহর, সংস্কৃতি, খাদ্যাভ্যাস।' ছবি: ইনস্টাগ্রাম
9/10

'আমি গল্প বলতে ভালবাসি। আমার মা বাড়ি ফিরে গোটা পরিবারের সামনে সেই পুরো গল্প আবার বলাতেন আমাকে দিয়ে', বলেন বোমন ইরানি। ছবি: ইনস্টাগ্রাম
10/10

বোমন ইরানির কথায়, 'আমি খুব দুঃখী আর নার্ভাস ছেলে ছিলাম। আমার বাবার মৃত্যুর পর আমার জন্ম হয়, ফলে আমি নারী পরিবেষ্টিত ছিলাম এবং খুব শান্ত ছিলাম। আমি এত চেঁচামেচি আমার চিন্তা ঢাকতে করি। আমি সেটাই মঞ্চে, সিনেমায় নিয়ে যাই।' ছবি: ইনস্টাগ্রাম
Published at : 28 Mar 2024 07:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
