এক্সপ্লোর
Nawazuddin Siddiqui Birthday: ৪৯ পূর্ণ করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, এক নজরে তাঁর অন্যতম সেরা ১০ সিনেমা
Nawazuddin Siddiqui: ভারতের অন্যতম সেরা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। কৌতুক হোক বা খলনায়ক, যে কোনও চরিত্রেই সমান সাবলীল অভিনেতার জন্মদিনে অন্যতম সেরা ১০ ছবির তালিকা।

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10

গ্যাংস অফ ওয়াসেপুর - ২০১২ সালে মুক্তি পায় অনুরাগ কাশ্যপের গ্যাংস্টার এপিক এই ছবি।
2/10

কাহানি - ২০১২ সালেই মুক্তি পায় এই ছবি। সুজয় ঘোষ পরিচালিত এই ছবি দুর্দান্ত ব্যবসা করে।
3/10

দ্য লাঞ্চবক্স - ২০১৩ সালের এই ড্রামা ঘরানার ছবিতে ইরফান খানের সঙ্গে অভিনয় করতে দেখা যায় তাঁকে।
4/10

কিক - ২০১৪ সালে মুক্তি প্রাপ্ত সলমন খান অভিনীত ছবিতে দেখা যায় তাঁকে।
5/10

বদলাপুর - বরুণ ধবন, ইয়ামি গৌতম অভিনীত এই ছবিতে নেতিবাচক চরিত্রে নজর কাড়েন তিনি।
6/10

বজরঙ্গি ভাইজান - সলমন খানের অত্যন্ত জনপ্রিয় ছবি। সাংবাদিকের চরিত্রে দেখা যায় তাঁকে।
7/10

রমন রাঘব ২.০ - ২০১৬ সালে এই ছবির জন্য স্পেনের 'ফ্যানসিন মালাগা অ্যাওয়ার্ড' পান।
8/10

মম - এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন শ্রীদেবী। নেতিবাচক চরিত্রে দেখা যায় নওয়াজউদ্দিনকে।
9/10

মান্টো - সাদাত হাসান মান্টোর জীবনীর ওপর ভিত্তি করে তৈরি এই ছবি ২০১৮ সালে মুক্তি পায়।
10/10

অফওয়াহ্ - ২০২৩ সালে মুক্তি পেয়েছে থ্রিলার ঘরানার এই ছবি। অভিনয়ে সুধীর মিশ্র।
Published at : 19 May 2023 03:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
