এক্সপ্লোর
ঘরে ঢুকেই নতুন বউ 'শাশুড়ি' কনীনিকাকে বলল, 'সই.. বরণ করবি না'?
ঘরে ঢুকেই নতুন বউ 'শ্বাশুড়ি' কনীনিকাকে বলল, 'সই.. বরণ করবি না'?
1/10

থিয়েটারের মঞ্চ থেকে শুরু করে ছোটপর্দা... বড়পর্দা। নিজের দক্ষতায় জায়গা পাকা করেছেন অভিনয় জগতে। তবে এখনও নিজেকে নায়িকা নয়, অভিনেত্রী বলতেই পছন্দ করেন তিনি। কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ১৩ অগাস্ট শুরু হচ্ছে তাঁর নতুন ধারাবাহিক 'আয় তবে সহচরী'।
2/10

অনেকদিন পর আবার স্টার জলসায় নতুন ধারাবাহিক 'আয় তবে সহচরী'-র হাত ধরে ছোটপর্দায় পা রাখছেন কনীনিকা। তাঁর চরিত্রের নাম 'সহচরী'। গল্পে সহচরী ও বরফির অসমবয়স্ক বন্ধুত্ব আর মধ্যবয়সী এক গৃহবধূর স্বপ্নপূরণের ইচ্ছা নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প। বরফির ভূমিকায় দেখা যাবে অরুণিমা হালদারকে।
3/10

ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রী অরুণিমা। নান্দীকারে অভিনয় করতে করতেই এই ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি।
4/10

গল্পের নায়িকা সহচরীর ইচ্ছা 'গোল্ড মেডেলিস্ট' হওয়ার। আর তাঁর স্বপ্ন পুরনো তাঁর দিকে সাহায্যের হাত বাড়াচ্ছে কলেজ ছাত্রী বরফি। কিন্তু সত্যিই কি এত অসমবয়স্ক বন্ধুত্ব হয়? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে কনীনিকা বললেন, 'আমার প্রায় সব বন্ধুদের থেকেই আমার ২০-২৫ বছর বয়সের পার্থ্যক্য। খুব কম বন্ধুরা আছে যাঁরা আমার বয়সী। তাই নিজেকে বরফির জায়গায় রেখে বলতে পারি, বাস্তবেও সত্যিই এমন বন্ধুত্ব হয়। 'আয় তবে সহচরী'-তে দুটি মেয়ের বন্ধুত্ব দেখানো হচ্ছে। আমার মনে হয়, একজন মেয়েই কেবল অপরজনকে সম্পূর্ণভাবে বুঝতে পারে। তাঁর শারিরীক পরিবর্তন থেকে শুরু করে হর্মোনাল চেঞ্জ, একটা ছেলের পক্ষে উপলদ্ধি করা অসম্ভব।'
5/10

ধারাবাহিকে কনীনিকার স্বামীর ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রজিৎ চক্রবর্তী। নতুন প্রোমোতে একেবারে নতুন বেশে দেখা মিলল তাঁর। এর আগের প্রোমোতে তাঁকে দেখা গিয়েছিল অফিসে বসে। আর নতুন প্রোমোয় দেখা মিলল ছেলের বিয়েতে।
6/10

নতুন প্রোমো বলছে, সহচরীর সংসারে পা রাখতে চলেছে বরফি, ছেলের বউ হয়ে। কলেজের আলাপের সূত্রে, বরফি ও সহচরীর মধ্যে তুইতোকারীর সম্পর্ক। কেমন জমবে দুই বন্ধুর সংসার? উত্তর মিলবে ধারাবাহিকেই।
7/10

সহচরীর ছেলের ভূমিকায় অভিনয় করছেনই ইন্দ্রনীল। বরফিকে বাড়িতে বিয়ে করে আনবেন তিনিই। পায়ে স্নিকার্স আর সঙ্গে লাল বেনারসী, রৌদ্রর সঙ্গে পায়ে পায়ে সহচরীর বাড়িতে প্রবেশ বরফির।
8/10

নতুন প্রোমো ইতিমধ্যেই মন কেড়েছে সবার। নতুন বউ বাড়িতে ঢুকেই সহচরীকে বলছে, 'সই, বন্ধু এসেছে, বরণ করবি না?'
9/10

দুই অসমবয়সী বন্ধু কী সংসারেও বন্ধু হয়ে থাকবে? নাকি সংসারের প্যাঁচে হারিয়ে যাবে সহচরী-বরফির বন্ধুত্ব আর স্বপ্ন? উত্তর দেবে ধারাবাহিকের গল্পের মোড়। অন্যদিকে, আয় তবে সহচরী’র মাধ্যমে প্রথমবার প্রযোজনায় হাতেখড়ি হচ্ছে সাহানা দত্ত এবং রোহিত সামন্তর।
10/10

গল্পে কী সহচরীর স্বপ্নপূরণ হবে? সেই উত্তর দেবে সময়। তবে কনীনিকার কি কোনও অপূর্ণ স্বপ রয়ে গিয়েছে? হাসতে হাসতে অভিনেত্রী বললেন, ' আমার না, কিন্তু আমার মায়ের রয়ে গিয়েছে। ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিলাম। মায়ের ইচ্ছা ছিল, আমি ডাক্তার হব। কিন্তু ছোট থেকে আমি বলতাম, আমি মাধুরী দীক্ষিত হব। বাবা পাশে ছিলেন সবসময়। বাবার উৎসাহের থিয়েটারে যোগ দেওয়া, অভিনয় শেখা। এখন আমার নিজের ছোট্ট একটা অভিনয় শেখানোর স্কুল আছে। এখন কেবল চাই সেখানকার ছাত্র ছাত্রীরা ভালো অভিনয় করুক। ইন্ডাস্ট্রিকে কিছু ভালো শিল্পী দিয়ে যেতে পারি যেন। এটাই এখন কনীনিকার স্বপ্ন।'
Published at : 09 Sep 2021 07:24 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
জ্যোতিষ
জ্যোতিষ
খবর
ব্যবসা-বাণিজ্যের






















