সম্প্রতি শ্বেতা ও আদিত্যর ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। অনুরাগীরা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
3/11
আদিত্য ও শ্বেতা তাঁদের অনুরাগীদের কাছে পৌঁছেতে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি ও ভিডিও শেয়ার করেছেন।
4/11
তাঁরা একে অপরকে প্রায় ১২ বছর ধরে জানেন।
5/11
উল্লেখ্য, বিয়ের আগে দীর্ঘ ১০ বছর একে অপরের সঙ্গে সম্পর্ক ছিল শ্বেতা ও আদিত্যর।
6/11
বর আদিত্য তো কনের দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না।
7/11
বিয়ের বেশে দুজনকেই বেশ রাজকীয় লেগেছে।
8/11
আদিত্য ও শ্বেতা দুজনেই বিয়ের জন্য রূপোলি ও গোলাপি জোড়া বেছে নিয়েছিলেন।
9/11
আদিত্য ও শ্বেতা মন্দিরে বিয়ে করেছেন। করোনাভাইরাস জনিত পরিস্থিতির কারণে মাত্র ৫০ জনই বিয়ের অনুষ্ঠানে সামিল হয়েছিলেন।
10/11
বিয়ের খবর নিয়ে দুজনেই বেশ কিছুদিন আলোচনার কেন্দ্রে ছিলেন। এবার তাঁদের বিয়ের ছবি সামনে এসেছে। ছবিগুলিতে দুজনকেই নজরকাড়া দেখিয়েছে।
11/11
বলিউডের সঙ্গীত শিল্পী আদিত্য নারায়ণ ও অভিনেত্রী শ্বেতা অগ্রবালের বিয়ের অনুষ্ঠানের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। মঙ্গলবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা।