এক্সপ্লোর
Bollywood actresses : বিবাহ-বিচ্ছেদের পরেও সুখে জীবন কাটাচ্ছেন বলিউডের এই অভিনেত্রীরা

ছবি- অমৃতা সিং ও মালাইকা আরোরা
1/5

মালাইকা আরোরা : ১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিয়ে হয় মালাইকা আরোরার। ১৯ বছর পর ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এই মুহূর্তে বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্ক নিয়ে গুঞ্জন ও চর্চা দুই-ই চলছে। কিন্তু, এখনও দুজনে বিয়ে করেননি।
2/5

করিশ্মা কাপুর : ৯০-এর দশকের নামি অভিনেত্রী করিশ্মা কাপুর ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন। কিন্তু, দুজনের বিচ্ছেদ হয়ে গেছে। সঞ্জয় অবশ্য দ্বিতীয়বার বিয়ে করে নিয়েছেন। কিন্তু, করিশ্মা নতুন করে এখনও সংসার পাতেননি। নিজের সন্তানদের নিয়ে খুশিতে জীবন কাটাচ্ছেন করিশ্মা।
3/5

মণীষা কৈরালা : ২০১০ সালে নেপালের ব্যবসায়ী সম্রাট দহলকে বিয়ে করেন মণীষা কৈরালা। কিন্তু, দুবছরের মধ্যেই তাঁদের সম্পর্কে চির ধরে। বিচ্ছেদের পর মণীষা দ্বিতীয়বার বিয়ে করেননি। এখন আবার নতুন করে নিজের কেরিয়ারে নজর দিয়েছেন মণীষা।
4/5

মহিমা চৌধুরী : শাহরুখ খানের সঙ্গে "পরদেশ" সিনেমা দিয়ে নিজের কেরিয়ার শুরু করা মহিমা চৌধুরী ব্যবসায়ী ববি মুখার্জিকে বিয়ে করেছিলেন। কিন্তু, কয়েক বছরের মধ্যেই তাঁদের বিয়ে ভেঙে যায়। এখন নিজের মেয়ের সঙ্গে থাকেন মহিমা।
5/5

অমৃতা সিংহ : ২০০৩ সালে সইফ আলি খানের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় অমৃতার। এর পর ২০১২ সালে করিনা কাপুরকে বিয়ে করেন সইফ। কিন্তু, অমৃতা আর দ্বিতীয়বার বিয়ে করেননি। সইফ-অমৃতার দুই সন্তান। সারা ও ইব্রাহিম আলি খান। তাঁরা মা অমৃতার সঙ্গেই থাকেন। নিজের দুই সন্তানকে খুশিতে মানুষ করছেন অমৃতা।
Published at : 12 Jul 2021 12:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ফ্যাক্ট চেক
জেলার
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
