এক্সপ্লোর
Arindam Sil Exclusive: '৭১-এর বাংলা থিয়েটারের পরিস্থিতিকে ব্যোমকেশের এই ছবির মধ্যে দিতে তুলে ধরার চেষ্টা করেছি'
Arindam Sil on Byomkesh: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'বিশুপাল বধ' অবলম্বনে তৈরি হয়েছে ব্যোমকেশ হত্যামঞ্চ। কিন্তু সেই গল্প পরিপূর্ণ নয়।
অরিন্দম-পাওলি-আবির
1/8

৭১-এর কলকাতা। অস্থির সময়। তার ছায়া পড়েছে বাণিজ্যিক থিয়েটারেও। তখন বাংলায় থিয়েটারের রমরমা, অনেক বড় অভিনেতারাই নিয়মিত থিয়েটার করেন সেই সময়ে। কিন্তু ৭১-এর থিয়েটার তো আর লেন্সবন্দি করা হয়নি। ফলে বাণিজ্যিক থিয়েটারের সেই যুগ হারিয়ে গিয়েছে অতলেই।
2/8

গোয়েন্দা গল্পের বাঁধনে সেই সময়কালকেই তুলে ধরেছেন অরিন্দম শীল (Arindam Sil)। ছবির নাম 'ব্যোমকেশ হত্যামঞ্চ' (Byomkesh Hatyamancha)।
Published at : 04 Aug 2022 08:01 PM (IST)
আরও দেখুন






















