এক্সপ্লোর
Celebrity Couple: ‘টাইম পাস’ থেকে বিয়ে-সংসার, মাঝে ৩৫ বছর ছাড়াছাড়ি, ফের একসঙ্গে থাকছেন করিনা-করিশ্মার মা-বাবা!
Celebrity Divorce: ভালবেসে বিয়ে, সংসার, আবার ফাটলও। ৩৫ বছর পর আবারও জোড়া লাগল পুরনো সম্পর্ক! ববিতা এবং রণধীর কপূরের নয়া ইনিংস। ছবি: করিনা কপূরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
ছবি: করিনা কপূরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/10

কেরিয়ার, সংসার দুই-ই বেশ চলছিল। কিন্তু দূরত্ব বেড়েছিল নিজেদের মধ্যেই। তাই আলাদা থাকার সিদ্ধান্ত। কিন্তু দীর্ঘ সাড়ে তিন দশক পর ফের ফিরে এলেন একছাদের নিচে। তাতেই খবরের শিরোনামে ববিতা এবং রণধীর কপূর।
2/10

প্রেম-বিয়ে সব মিলিয়ে প্রায় দু’দশক একসঙ্গে ছিলেন ববিতা এবং রণধীর। তাঁদের দুই কন্যা, করিশ্মা এবং করিনা কপূর। সব ঠিকই চলছিল, কিন্তু চলছিল জোড়াতাপ্পি দিয়ে। একটা সময় পর তাই ফাটল ধরে দম্পত্যে।
Published at : 04 Mar 2023 08:05 PM (IST)
আরও দেখুন






















