এক্সপ্লোর
Tollywood Web Series: উত্তাল শহর, তার মধ্যেই শ্যুটিং চলছে নতুন এই থ্রিলার ওয়েব সিরিজের, রইল ছবি
একের পর এক নিরুদ্দেশ হচ্ছে মেয়েরা, নেপথ্যে কে? থ্রিলারধর্মী সিরিজে তনুশ্রী-সপ্তর্ষি
নতুন সিরিজের শ্যুটিংয়ে তনুশ্রী
1/10

অশান্ত শহর.. তার মধ্যেই শ্যুটিং চলছে নতুন ছবি 'মরালি'-র। থ্রিলারের মোড়কে এই ছবি বলবে এক বাস্তব সমাজের গল্প।
2/10

নতুন থ্রিলার ওয়েব সিরিজের (Web Series) হাত ধরে পর্দায় তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty)। সঙ্গে সপ্তর্ষি মৌলিক (Shaptarshi Maulik)।
3/10

জোরকদমে চলছে প্ল্যাটফর্ম ৮-এর নতুন সিরিজ 'মরালি'র (Morali) শ্যুটিং। পরিচালনার দায়িত্বে সৌভিক মণ্ডল।
4/10

আরজি কর কাণ্ডে জ্বলছে শহর। তার মধ্যেই কাজ চলছে নতুন ওয়েব সিরিজের। এবিপি লাইভ প্রকাশ্যে আনল শ্যুটিংয়ের কিছু ছবি।
5/10

এই সিরিজে তদন্তকারী পুলিশ অফিসারের চরিত্রে তনুশ্রী চক্রবর্তী ও নৃত্যশিল্পীর চরিত্রে দেখা যাবে সপ্তর্ষি মৌলিককে। সেই সঙ্গে অভিনয়ে রয়েছেন শঙ্কর দেবনাথ, রানা বসু ঠাকুর, আয়েশা ভট্টাচার্য, জ্যামি বন্দ্যোপাধ্যায়, জুঁই সরকার, মানস মুখোপাধ্যায়, শিঞ্জিনী চক্রবর্তী প্রমুখকে।
6/10

'প্ল্যাটফর্ম ৮'-এর নতুন থ্রিলার ওয়েব সিরিজের শ্যুটিং চলছে। প্রযোজনায় 'কলকাতা ফিল্মস'। পরিচালনার দায়িত্বে সৌভিক মণ্ডল। মাতৃহারা এক ১১ বছরের ছোট্ট মেয়ের গল্প বলবে এই সিরিজ।
7/10

মাতৃহারা মেয়ে ১১ বছরের ছোট্ট মরালি। বাবা তাপস বাউরি বীরভূমের নিঝুমপুর রেলওয়ে স্টেশনের এক দরিদ্র ঠিকা কর্মী। খুব স্বল্প আয়ের মধ্যে চলা সংসার, কিন্তু বাবা-মেয়ের ছিল সুখের জীবন। গল্পটি একটি গুরুত্বপূর্ণ মোড় নেয় যখন হঠাৎ একদিন মরালিকে খুঁজে পাওয়া যায় না।
8/10

রাতে বাড়ি ফিরে তাপস শুধু তার রক্তমাখা ফ্রক খুঁজে পায়। এতটুকু মেয়ে না বলে কয়ে কোথায় উধাও হয়ে গেল? তার কি কোনও ক্ষতি করেছে কেউ? উঠে আসে হাজারো দুশ্চিন্তার প্রশ্ন। গল্পের সুত্রপাত এখান থেকেই।
9/10

এছাড়াও গল্পে রয়েছে আরও বিভিন্ন চরিত্র। তাঁদের প্রত্যেকের নিজস্ব গল্প রয়েছে। সব গল্পই এসে মিলে যায় একটা পথে।
10/10

খুব তাড়াতাড়ি এই সিরিজ মুক্তি পাবে প্ল্যাটফর্ম ৮-এ। এখনও প্রকাশ্যে আসেনি মুক্তির তারিখ
Published at : 04 Sep 2024 11:22 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















