আত্মঘাতী অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। এই মর্মান্তিক খবরে শোকের ছাড়া বলিউডে। তিনি ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেতা।
2/5
১৯৮৪ সালে বিহারের পটনায় জন্ম সুশান্তের।
3/5
২০০৮-এ টেলিভিশন অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সুশান্ত। ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ ধারাবাহিকে প্রথমে অভিনয়ক করেছিলেন তিনি। যদিও একতা কপূরের ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন তিনি। এরপর বলিউডে তাঁর সফর শুরু হয়। ২০১২-তে কাই পো চে – সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল তাঁর। এই সিনেমায় প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এই সিনেমায় তাঁর অভিনয় সমালোচক মহলে প্রশংসিত হয়েছিল।
4/5
এরপর শুদ্ধ দেশি রোমান্স সিনেমায় বাণী কপূর ও পরিণীতি চোপড়ার সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল। যদিও সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে এসেছিলেন মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকে অভিনয়ের মাধ্যমে। সুশান্তর কেরিয়ারে এটাই প্রথম সিনেমা যা বেশ ভালো ব্যবসা করেছিল। ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি,রাবতা,পিকে-র মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি।
5/5
এছাড়াও সুশান্ত সোনচিড়িয়া ও ছিছোরে-র মতো সিনেমায় অভিনয় করেছিলেন। কেদারনাথ সিনেমায় সারা আলি খানের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল। ছিছোরে তাঁর শেষ সিনেমা।