এক্সপ্লোর
Dasham Avatar: 'বাইশে শ্রাবণ'-এর রেশ ধরে প্রসেনজিৎ-অনির্বাণকে নিয়ে নতুন ছবি সৃজিতের, থাকছেন জয়া, যিশু
Prosenjit-Anirban: সৃজিত বললেন, 'যেখানে বাইশে শ্রাবণ শেষ হয়েছিল, সেখান থেকেই নতুন ছবির শুরু হল। এই ছবিতে প্রবীর রায়চৌধুরী আর বিজয় পোদ্দার কেস সলভ করবে।'
![Prosenjit-Anirban: সৃজিত বললেন, 'যেখানে বাইশে শ্রাবণ শেষ হয়েছিল, সেখান থেকেই নতুন ছবির শুরু হল। এই ছবিতে প্রবীর রায়চৌধুরী আর বিজয় পোদ্দার কেস সলভ করবে।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/20/e99afe5d3f25715a3998c3ee41d60eb3168986451875249_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যেখান থেকে শেষ হয়েছিল প্রবীর রায়চৌধুরীর গল্প, সেখান থেকেই আবার নতুন গল্প শুরুর ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়
1/10
![বৃহস্পতিবার সকাল। থেকে থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আবার ঝিলিক দিয়ে উঠছে রোদ্দুর। গুগল ম্যাপ দেখে প্রথমবার যদি কেউ গন্তব্যে পৌঁছন, তাহলে থমকে যাওয়াই স্বাভাবিক। এক মুহূর্তের জন্য, 'ভুল ঠিকানায় চলে এসেছি' মনে হতে বাধ্য।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/20/4ee16d5657369c83736ea791754ee659f18b9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বৃহস্পতিবার সকাল। থেকে থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আবার ঝিলিক দিয়ে উঠছে রোদ্দুর। গুগল ম্যাপ দেখে প্রথমবার যদি কেউ গন্তব্যে পৌঁছন, তাহলে থমকে যাওয়াই স্বাভাবিক। এক মুহূর্তের জন্য, 'ভুল ঠিকানায় চলে এসেছি' মনে হতে বাধ্য।
2/10
![ধুলো, আর পুরনো ইটে লেগে থাকা ইতিহাস পেরিয়ে বাড়ির দালানে পা রাখলেই এক ঝলক মনে পড়ে যায় 'বাইশে শ্রাবণ'-এর শেষটা। যেখান থেকে শেষ হয়েছিল প্রবীর রায়চৌধুরীর গল্প, সেখান থেকেই আবার নতুন গল্প শুরুর ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/20/9327710d84b6f106980d470e68b581f8dc247.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ধুলো, আর পুরনো ইটে লেগে থাকা ইতিহাস পেরিয়ে বাড়ির দালানে পা রাখলেই এক ঝলক মনে পড়ে যায় 'বাইশে শ্রাবণ'-এর শেষটা। যেখান থেকে শেষ হয়েছিল প্রবীর রায়চৌধুরীর গল্প, সেখান থেকেই আবার নতুন গল্প শুরুর ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)।
3/10
![আগামীকাল, অর্থাৎ ২১ জুলাই থেকে শুরু হচ্ছে সৃজিতের নতুন ছবি 'দশম অবতার' -এর শ্যুটিং। এই ছবি ২২শে শ্রাবণ ছবির প্রিক্যুয়াল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/20/0243934de20806059fbcc3902a051eccfb6a5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আগামীকাল, অর্থাৎ ২১ জুলাই থেকে শুরু হচ্ছে সৃজিতের নতুন ছবি 'দশম অবতার' -এর শ্যুটিং। এই ছবি ২২শে শ্রাবণ ছবির প্রিক্যুয়াল।
4/10
![মুখ্যভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), যিশু সেনগুপ্ত (Jisshu U Sengupta), জয়া আহসান (Jaya Ahsaan)। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy), রূপম ইসলাম (Rupam Islam) ও ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dashgupta)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/20/3721339d41dca51727dee9d8430b42dff5e7d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মুখ্যভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), যিশু সেনগুপ্ত (Jisshu U Sengupta), জয়া আহসান (Jaya Ahsaan)। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy), রূপম ইসলাম (Rupam Islam) ও ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dashgupta)
5/10
![আজ, সাদা পোশাক আর নীল ডেনিমে বাগবাজারের বসুবাটিতে হাজির ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা। উপলক্ষ্য... এসভিএফের প্রযোজনায় তৈরি নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা ও লোগো-প্রকাশ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/20/8db39b1632d0f66be48613a5a760424854480.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ, সাদা পোশাক আর নীল ডেনিমে বাগবাজারের বসুবাটিতে হাজির ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা। উপলক্ষ্য... এসভিএফের প্রযোজনায় তৈরি নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা ও লোগো-প্রকাশ।
6/10
![খোলা আকাশের নীচে তৈরি হয়েছিল মঞ্চ। সৃজিত বললেন, 'যেখানে বাইশে শ্রাবণ শেষ হয়েছিল, সেখান থেকেই নতুন ছবির শুরু হল। এই ছবিতে প্রবীর রায়চৌধুরী আর ডিসিডিডি পোদ্দার হাতে হাত মিলিয়ে কেস সলভ করবে।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/20/9d246e40f6d0853dd4f414f4e9c71ba6534c6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
খোলা আকাশের নীচে তৈরি হয়েছিল মঞ্চ। সৃজিত বললেন, 'যেখানে বাইশে শ্রাবণ শেষ হয়েছিল, সেখান থেকেই নতুন ছবির শুরু হল। এই ছবিতে প্রবীর রায়চৌধুরী আর ডিসিডিডি পোদ্দার হাতে হাত মিলিয়ে কেস সলভ করবে।'
7/10
!['২২ শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরী ও 'ভিঞ্চি দা'-র বিজয় পোদ্দার, এই দুই চরিত্রকে একই গল্পে নিয়ে আসছেন সৃজিত। টানটান এই থ্রিলার মুক্তি পাওয়ার কথা চলতি বছরের পুজোর সময়েই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/20/da34645ce543f93baa10b73e03b591bf0e5f9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'২২ শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরী ও 'ভিঞ্চি দা'-র বিজয় পোদ্দার, এই দুই চরিত্রকে একই গল্পে নিয়ে আসছেন সৃজিত। টানটান এই থ্রিলার মুক্তি পাওয়ার কথা চলতি বছরের পুজোর সময়েই।
8/10
![তবে গল্প নিয়ে কথা বলতে এখন নারাজ টিমের সবাই। এমনকি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেউ কোনও বেফাঁস মন্তব্য করে ফেললেই হাসিমুখে ধমকও দিচ্ছেন সৃজিত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/20/15c5b9f51bb0ae3696446cad9f85db6212146.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে গল্প নিয়ে কথা বলতে এখন নারাজ টিমের সবাই। এমনকি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেউ কোনও বেফাঁস মন্তব্য করে ফেললেই হাসিমুখে ধমকও দিচ্ছেন সৃজিত।
9/10
![তারপরে হাসতে হাসতে বলছেন, 'বলবে কী.. প্রাণের মায়া আছে তো।' অভিনেতা অভিনেত্রীরাও অবশ্য চিত্রনাট্যের চমক ধরে রাখতে সদা সতর্ক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/20/199330df423ea03e7f4bd0d484435514f5e36.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তারপরে হাসতে হাসতে বলছেন, 'বলবে কী.. প্রাণের মায়া আছে তো।' অভিনেতা অভিনেত্রীরাও অবশ্য চিত্রনাট্যের চমক ধরে রাখতে সদা সতর্ক।
10/10
![কলকাতা শহরের আনাচে কানাচে হবে এই ছবির শ্যুটিং। তখনও এই ছবি সংক্রান্ত কথা বলছিলেন অভিনেতা অভিনেত্রীরা। জয়ার কথার মধ্যেই হঠাৎ মেঘ ঘনিয়ে এল আকাশে। যে ছবিতে শ্রাবণের ছোঁয়া রয়েছে, সেই ছবির অনুষ্ঠানের সময় বৃষ্টি হওয়া যেন সঙ্গতই মনে হল পরিচালকের। বৃষ্টির জন্য সাময়িকভাবে যে অনুষ্ঠান বন্ধ রইল বটে, কিন্তু তখন খোলা আকাশ ছেড়ে বসুবাটির লম্বা করিডোরে টুকরো আড্ডা আর ফটোশ্যুট চলতে লাগল। ঝিরঝিরে বৃষ্টিতে তখন বাইরে বাজছে... 'এই শ্রাবণ.. ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো...'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/20/861885b48bae17a16d959fbd25c9ade6449a1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কলকাতা শহরের আনাচে কানাচে হবে এই ছবির শ্যুটিং। তখনও এই ছবি সংক্রান্ত কথা বলছিলেন অভিনেতা অভিনেত্রীরা। জয়ার কথার মধ্যেই হঠাৎ মেঘ ঘনিয়ে এল আকাশে। যে ছবিতে শ্রাবণের ছোঁয়া রয়েছে, সেই ছবির অনুষ্ঠানের সময় বৃষ্টি হওয়া যেন সঙ্গতই মনে হল পরিচালকের। বৃষ্টির জন্য সাময়িকভাবে যে অনুষ্ঠান বন্ধ রইল বটে, কিন্তু তখন খোলা আকাশ ছেড়ে বসুবাটির লম্বা করিডোরে টুকরো আড্ডা আর ফটোশ্যুট চলতে লাগল। ঝিরঝিরে বৃষ্টিতে তখন বাইরে বাজছে... 'এই শ্রাবণ.. ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো...'
Published at : 20 Jul 2023 08:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)