২০১৪ সালে কোনও একটি ওয়েবসাইটে দীপিকার এ্কটি খোলামেলা ছবি পোস্ট করেছিল। সংবাদপত্রে ওই খবরটি পোস্ট করে দীপিকা লিখেছিলেন, ইয়েস আই অ্যাম আ উওমেন, আই হ্যাভ আ ব্রেস্ট, আই হ্যাভ ক্লিভেজ। হ্যাভ ইউ এনি প্রবলেম। ফলে বিতর্কের জালে বারবার জড়িয়েছেন দীপিকা পাড়ুকোন।
2/9
২০১৩ সালে রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের ছবি ’গলিয়োঁ কি রাসলীলা: রামলীলা‘ নিয়েও যথেষ্ট বিতর্ক হয়েছিল।
3/9
২০১৫ সালের নভেম্বের দীপিকা ও রণবীর কাপুরের ছবি ’তামাশা‘ মুক্তি পায়। ওই ছবি নিয়ে সংবাদমাধ্যমে কথা বলার সময় দীপিকা বলে ফেলেন তিনি খুব হতাশ ছিলেন। একই সঙ্গে পুরনো দিনের অনেক কথাও শেয়ার করেন। জানিয়েছিলেন লাইফ, লাভ, লাফ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি করেছিলেন তিনি।
4/9
২০১৫ সালের ডিসেম্বরে ’বাজিরাও মাস্তানি‘ মুক্তি পেয়েছিল। মুখ্য ভূমিকায় ছিলেন দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া, রণবীর সিংহ। রানি মাস্তানির বংশধরেরা ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে এই ছবি মুক্তির বিরোধিতা করেছিলেন। ছবিতে রানি মাস্তানির নাচের একটি দৃশ্যের বিরোধিতা করা হয়।
5/9
২০১৭ সালের জানুয়ারি ’পদ্মাবতী‘ মুক্তি পেয়েছিল। সেইসময় দেশজুড়ে বিতর্কের মুখে পড়েছিল দীপিকার এই ছবি। করনি সেনা এই ছবিতে ইতিহাস বিকৃতির অভিযোগ করেছিলেন। গুজরাতে হার্দিক প্যাটেল ও অল্পেশ ঠাকুররা পুরোমাত্রায় এর বিরোধিতা করেছিলেন। কিছু সিনেমা হলে ভাঙচুর চালানো হয়।
6/9
এই বছরের শুরুতে ’ছপক‘ সিনেমা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দীপিকা। দিল্লিতে যখন এই ছবির প্রদর্শন চলছিল, সেই সময় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প়ড়ুয়াদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল দীপিকাকে। দীপিকা জেএনইউ প়ড়ুয়াদের পাশে দাঁড়ানোয় বিজেপি নেতা তেজেন্দ্র পাল বাগদা সহ কয়েকজন দীপিকার ’ছপক‘ ছবি বয়কটের ডাক দিয়েছিলেন।
7/9
সুশান্ত সিংহ রাজপুতের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার হোয়াটসঅ্যাপে ’ডি‘ এবং ’কে‘ এই আদ্যক্ষর পাওয়া গিয়েছে। এনসিবি সূত্রে জানা গিয়েছে, ’ডি‘-র অর্থ দীপিকা পাড়ুকোন। ’কে‘-এর অর্থ করিশ্মা, যিনি জয়ার সহযোগী। এই চ্যাটে দেখা গিয়েছে জয়ার কাছ থেকে দামি মাদক চাইছেন দীপিকা। এই চ্যাট প্রকাশ্যে আসতেই কঙ্গনা রানাউত-সহ অনেকেই তাঁকে নিশানা করেছেন।
8/9
দীপিকার নাম বিতর্কে এই প্রথমবার এল তা নয়। আগেও বহু বিতর্কে জড়িয়েছেন তিনি। এখানে আমরা দীপিকার বিতর্কিত কিছু বিষয়ে নজর রাখব।
9/9
বলিউডে মাদক-সংযোগের অভিযোগে নিত্যনতুন নাম সামনে আসছে। মাদক মামলায় এনসিবি রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে। বিচারবিভাগীয় হেফাজতে থাকা রিয়া ২৫ জন বলিউড সেলিব্রিটির নাম বলেছেন বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই রাকুল প্রীত সিংহ, সারা আলি খান, সিমোন খাম্বাতার নাম প্রকাশ্যে এসেছে। এবার নাম এল দীপিকা পাড়ুকোনের। তাঁর নাম প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলবও করেছে এনসিবি। তাঁর সঙ্গে সারা আলি খান, শ্রদ্ধা কপূরকেও সমন এনসিবির। শুক্রবার দীপিকা, শনিবার শ্রদ্ধা-সারা, কাল রকুলপ্রীত, সিমোন, শ্রুতিকে হাজিরার নির্দেশ