কল্কি- বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী হিসেবেই পরিচিত তিনি। সেই কল্কিকেও যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল। তাঁর বয়স যখন ৯ বছর, তখন তাঁকে যৌন হেনস্থা করা হয়।
2/8
বিপাশা বসু- বলিউডের এই বাঙালি অভিনেত্রী ’জিসম‘ ছবির প্রচারে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছিলেন। যে ব্যক্তি ওই কাজ করেছিল, তাকে পরে গ্রেফতার করেছিল পুলিশ।
3/8
ফাতিমা শেখ- ’দঙ্গল‘ খ্যাত এই অভিনেত্রী খুব অল্প বয়সেই যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল, ফাতিমার বয়স যখন মাত্র তিন বছর, তখন তিনি এই ধরনের হেনস্থার মুখোমুখি হয়েছিলেন
4/8
জায়রা ওয়াসিম- বলিউডকে বিদায় জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি তিনি অভিযোগ করেছেন, বিমানে তাঁর এক সহযাত্রী তাঁকে যৌন হেনস্থা করেছে। ওই ঘটনার প্রেক্ষিতে একটি ভিডিও প্রকাশ করেছিলেন জায়রা। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
5/8
সোনম কপূর- বলিউডের এক সময়ের নায়ক অনিল কপূরের মেয়ে সোনমও শ্লীলতাহানির শিকার হয়েছেন। তিনি যখন ১৩ বছরের কিশোরী, তখন এক ব্যক্তি কু-অভিসন্ধি নিয়ে সোনমকে স্পর্শ করতে চেষ্টা করেছিল।
6/8
স্বরা ভাস্কর- এই অভিনেত্রী অভিযোগ করে থাকেন, ইন্ডাস্ট্রির অনেক নামী পরিচালকই তাঁকে যৌন হেনস্থার চেষ্টা করেছিলেন। তিনি জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে বেশ কয়েক বার তাঁকে শ্লীলতাহানির মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।
7/8
তনুশ্রী দত্ত- এখনও পর্যন্ত বলিউডে চলা সবচেয়ে বড় প্রচার #MeToo নিশ্চয় আপনার মনে আছে? সেই প্রচার শুরু হয়েছিল, তনুশ্রী দত্তের চাঞ্চল্যকর অভিযোগের পরেই। ওই অভিনেত্রীর অভিযোগ ছিল, অভিনেতা নানা পটেকর তাঁর শ্লীলতাহানি করেছেন। ’হর্ন ওকে প্লিজ‘ সিনেমার শ্যুটিংয়ের সময় তিনি যৌন হেনস্থার শিকার হন।
8/8
সম্প্রতি আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছেন গায়িকা নেহা ভসীন। তাঁর কোনও গানের জন্য তিনি চর্চার মূল আকর্ষণ হয়ে উঠেছিলেন এমনটা নয়। বরং একটি বড় ঘটনা প্রকাশ্যে এনেছিলেন এই গায়িকা। নেহা জানিয়েছেন, তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যখন তাঁর বয়স ১০ বছর, তখন হরিদ্বারে তাঁর শ্লীলতাহানি করেছিল এক ব্যক্তি। নেহাই একমাত্র সেলিব্রিটি নন, যিনি এই ধরনের ঘটনার শিকার হয়েছেন। জেনে নেওয়া যাক, কার কার সঙ্গে এমন অশালীন আচরণ করা হয়েছিল।