এক্সপ্লোর
Gargi Roychowdhury: অরিন্দম শীল বললেন, 'আমি কিন্তু তোমাকেই 'মহানন্দা' দেখছি'
গার্গীর মহানন্দা
1/10

মৃদু আলো জ্বলা রেস্তোরাঁয় এসে গোলাপি সিল্ক শাড়ি সামলে দ্রুত পায়ে ঢুকলেন তিনি। হাসি মুখে সৌজন্য বিনিময় করে নিলেন হাঁটতে হাঁটতেই। তারপর হাতের ব্যাগ রেখে চুল সাজিয়ে নিলেন কয়েক মিনিটে। ক্যামেরার সামনে ফিরে তৈরি হয়ে বসলেন পর্দার 'মহানন্দা' (Mahananda)। গার্গী রায়চৌধুরী (Gargi Roychowdhury)।
2/10

আগামী ৮ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত, গার্গী রায়চৌধুরী, ঈশা সাহা- (Ishaa Saha), দেবশঙ্কর হালদার (Debshankar Haldar) অভিনীত, মহাশ্বেতা দেবীর (MahaSweta Devi) জীবন আধারিত ছবি 'মহানন্দা'।
Published at : 07 Apr 2022 12:33 AM (IST)
আরও দেখুন






















