এক্সপ্লোর
Top OTT Web Series: ‘অতরঙ্গী রে’ থেকে ‘দ্য উইচার সিজন ২’, এই সপ্তাহে যে ওয়েব সিরিজ ও সিনেমাগুলি দেখিয়েছে দাপট
Top OTT Web Series
1/9

করোনা সংক্রমণ ফের বৃদ্ধির সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে ফের ওটিটি-র ক্রেজ বাড়তে দেখা গিয়েছে। এই কারণে আরও একবার বড় সিনেমা ও ওয়েব সিরিজ ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে। এখন দেখে নেওয়া যাক যাক, পুরো সপ্তাহ জুড়ে ওটিটি-তে দাপট দেখিয়েছে কোন সিনেমা ও ওয়েব সিরিজগুলি। এই তালিকায় রয়েছে অতরঙ্গী রে থেকে শুরু করে আরিয়া ২, মানি হায়েস্ট ৫-এর মতো সিনেমা ও ওয়েব সিরিজ।
2/9

এই তালিকায় প্রথম স্থানে রয়েছে অক্ষয় কুমার, সারা আলি খান ও ধনুষের সিনেমা অতরঙ্গী রে। গত ২৪ ডিসেম্বর ডিসনি প্লাস হটস্টারে এই সিনেমা স্ট্রিম হয়েছিল।
Published at : 09 Jan 2022 05:31 PM (IST)
আরও দেখুন






















