হোমফটো গ্যালারিবিনোদনেরTop OTT Web Series: ‘অতরঙ্গী রে’ থেকে ‘দ্য উইচার সিজন ২’, এই সপ্তাহে যে ওয়েব সিরিজ ও সিনেমাগুলি দেখিয়েছে দাপট
Top OTT Web Series: ‘অতরঙ্গী রে’ থেকে ‘দ্য উইচার সিজন ২’, এই সপ্তাহে যে ওয়েব সিরিজ ও সিনেমাগুলি দেখিয়েছে দাপট
By : abp ananda | Updated at : 09 Jan 2022 05:35 PM (IST)
Top OTT Web Series
1/9
করোনা সংক্রমণ ফের বৃদ্ধির সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে ফের ওটিটি-র ক্রেজ বাড়তে দেখা গিয়েছে। এই কারণে আরও একবার বড় সিনেমা ও ওয়েব সিরিজ ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে। এখন দেখে নেওয়া যাক যাক, পুরো সপ্তাহ জুড়ে ওটিটি-তে দাপট দেখিয়েছে কোন সিনেমা ও ওয়েব সিরিজগুলি। এই তালিকায় রয়েছে অতরঙ্গী রে থেকে শুরু করে আরিয়া ২, মানি হায়েস্ট ৫-এর মতো সিনেমা ও ওয়েব সিরিজ।
2/9
এই তালিকায় প্রথম স্থানে রয়েছে অক্ষয় কুমার, সারা আলি খান ও ধনুষের সিনেমা অতরঙ্গী রে। গত ২৪ ডিসেম্বর ডিসনি প্লাস হটস্টারে এই সিনেমা স্ট্রিম হয়েছিল।
3/9
দ্বিতীয় স্থানে রয়েছে সুস্মিতা সেনের আরিয়া ২। আরিয়া ২ সিরিজ ১০ ডিসেম্বর স্ট্রিম হয়েছিল। তা আজও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে।
4/9
প্রথম ১০-এর এই তালিকায় তৃতীয় স্থানে স্প্য়ানিস ওয়েব সিরিজ মানি হায়েস্ট। পঞ্চম সিজনে গত ১৩ ডিসেম্বর নেটফ্লিক্সে স্ট্রিম হয়েছিল।
5/9
চতুর্থ স্থানে ওয়েব সিরিজ দ্য উইচার সিজন ২, যা গত ১৭ ডিসেম্বর নেটফ্লিক্সে স্ট্রিম হয়েছিল।
6/9
পঞ্চম স্থানে রয়েছে দ্য হুইল অফ টাইম। যা গত ১৯ নভেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিম হয়েছিল। যদিও এরপর সাপ্তাহিক এপিসোড এসেছে।
7/9
রবিনা ত্যান্ডনের সিনেমাও এই তালিকায় রয়েছে। তা গত ১১ ডিসেম্বর নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল।
8/9
কেকে মেনন অভিনীত স্পেশ্যাল ওপস ১.৫: দ্য হিম্মত স্টোরি গত ১২ নভেম্বর রিলিজ হয়েছিল ডিসনি প্লাস হটস্টারে।
9/9
ইনসাইড এজ সিজন ৩ গত ৩ ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে রিলিজ হয়েছিল। এই সিনেমায় অঙ্গদ বেদি, বিবেক ওবেরয় ও রিচা চাড্ডা প্রধান ভূমিকাগুলিতে রয়েছেন।