এক্সপ্লোর
Happy Birthday Ajay Devgn: 'ফুল অউর কাঁটে' কিংবা 'সিঙ্ঘম', অজয় দেবগনের সেরা ছবির তালিকা
অজয় দেবগন
1/10

আজ জন্মদিন বলিউড সুপারস্টার অজয় দেবগনের। বলিউডে যখন তিন খানের রাজত্ব চলেছে, তারইমাঝে বারংবার একাধিক ছবিতে উল্লেখযোগ্য অভিনয় করে দর্শকের প্রশংসায় প্রশংসিত হয়েছেন তিনি। দীর্ঘ বলিউড কেরিয়ারে অজয় দেবগন অভিনয় করেছেন বহু ছবিতে। জুটি বেঁধেছেন বহু নায়িকার সঙ্গে। আজ জন্মদিনে দেখে নেওয়া যাক অজয় দেবগনের সেরা কিছু ছবির তালিকা।
2/10

'ফুল অউর কাঁটে' ছবি দিয়ে বলিউডে পা রাখেন অজয় দেবগন। যদিও তার আগে তাঁকে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছিল 'পেয়ারি বহেনা' ছবিতে।
Published at : 02 Apr 2022 05:50 PM (IST)
আরও দেখুন






















