এক্সপ্লোর
Happy Birthday Govinda: অভিনয়ে সেরা হয়েও বলিউডে ব্রাত্য! ষাট ছুঁইছুঁই গোবিন্দ পর্দায় চিরসবুজই
চিরসবুজ গোবিন্দ। ছবি: অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/10

বলিউডে এক বার টাইপকাস্ট হয়ে গেলে বেরনোর উপায় নেই। তাবড় তারকাও এই কথা মানেন। এর সবচেয়ে বড় উদাহরণ গোবিন্দ।
2/10

শুধু কমেডি ছবির নায়ক হিসেবেই রয়ে গিয়েছেন গোবিন্দ। তাঁর অভিনয় ক্ষমতার কদরই করেনি বলিউড। তা সত্ত্বেও গোবিন্দর মতোই তাঁর কিছু ছবিও এভারগ্রিন।
3/10

আর পাঁচটা ডেভিড ধওয়ানের ছবির মতো নয় 'আঁখে'। ছুটির দিনে পরিবারের সঙ্গে দেখতে বসলে হেসে লুটোপুটি খাবেন।
4/10

সঞ্জয় দত্তের কেরিয়ারে যখন ভরাডুবি চলছে "হাসিনা মান জায়োগে' ছবির দৌলতেই প্রাণ পেয়েছিলেন তিনি। ছবিতে বাড়তি মাত্রা যোগ করেছে অরুণা ইরানি আর গোবিন্দর রসায়ন।
5/10

মাচো সলমনের পাশে অন্য কাউকে অতটা মানাত না। বরং 'পার্টনার' ছবিতে গোবিন্দর পাশে থাকতে সলমনকেই পরিশ্রম করতে হয়েছিল।
6/10

ধনী পরিবারের দত্তক নেওয়া সন্তান। নিম্নমেধার 'রাজাবাবু' প্রেমে পড়েন শহুরে কন্যের।
7/10

কাদের খান আর গোবিন্দ, নব্বইয়ের দশকে হিট ছবির ফর্মুলা। 'কুলি নং ওয়ান' গোবিন্দের কমিক টাইমিং-এর জন্যই জনপ্রিয়।
8/10

গোবিন্দ-রবিনা একসঙ্গে অনেক ছবি করেছেন। তবে 'আখিঁয়ো সে গোলি মারে' দেখতেই হবে।
9/10

যে মানুষটি সারাজীবন হাসিয়ে এসেছেন, তাঁকে দেখে বুকে কাঁপন ধরা সম্ভব কি? দেখে নিতে পারেন 'কিল দিল'।
10/10

অমিতাভ বচ্চন স্ক্রিনে থাকলেও, যাঁর অভিনয় থেকে চোখ সরেনি, তিনি হলেন, 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' ছবির গোবিন্দ।
Published at : 22 Dec 2021 12:01 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















