এক্সপ্লোর
Aamir, Kiran Love Story: 'ভরসা, বিশ্বাস, ভালবাসা'র ১৫ বছরের ইতি, কেমন ছিল বলিউডের পারফেক্ট দম্পতির পথ চলা?
৩ বছরের লিভ ইন, ১৫ বছরের দাম্পত্যের ইতি।
1/6

'ভরসা, বিশ্বাস, ভালবাসা'র ১৫ বছর। আজ যার 'আনুষ্ঠানিক' ইতি। তবে দীর্ঘ ১৫ বছর তাঁদের কাছে 'জীবনভরের অভিজ্ঞতা' হয়ে থাকবে বলেই জানিয়েছেন কিরণ রাও এবং আমির খান। শনিবার সকালে দু-জনের পক্ষ থেকে নেটমাধ্যমে একটি যৌথ বিবৃতি জারি করে জানানো হয়েছে সে কথা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং সেই খবর।
2/6

কিরণ রাও এবং আমির খানের জুটিকে বলা হত বলিউডের অন্যতম পারফেক্ট জুটি। তাঁদের বিচ্ছেদের কথা ভাবতেই পারেননি ফ্যান মহল। তবে সকলকে অবাক করেই এই সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি।
Published at : 03 Jul 2021 04:06 PM (IST)
আরও দেখুন






















