এক্সপ্লোর
Celebrity Love Stories: অজয়কে চিনতেই পারেননি অক্ষয় কুমারের প্রেমে পাগল কাজল!

অজয়কে চিনতেই পারেননি অক্ষয় কুমারের প্রেমে পাগল কাজল!
1/6

বলিউডের অন্যতম পাওয়ার কাপেল অজয় দেবগণ ও কাজল। ২২ বছরের দাম্পত্য তাঁদের। রূপকথার থেকে কোনও অংশে কম না তাঁদের প্রেমের গল্প। কিন্তু জানেন কি, প্রথমে অজয় দেবগণ নয়, অন্য কারও জন্য পাগল ছিলেন কাজল?
2/6

একটি টেলিভিশন শো তে এসে এই কথাটি ফাঁস করেন কর্ণ জোহর। তিনি বলেন, অক্ষয় কুমার তখন তারকা। আর তাঁর জন্য পাগল ছিলেন কাজল।
3/6

কর্ণ আরও বলেন, একটি পার্টিতে কাজলকে দেখেন তিনি। সেই পার্টিতে অক্ষয়ও এসেছিলেন। গোটা পার্টিতে অন্য কোনও দিকে নজর ছিল না কাজলের। সারাক্ষণ নাকি তিনি অক্ষয় কুমারের পিছনে পিছনে ঘুরেছিলেন। আর তাঁর সঙ্গে ছিলেন কর্ণ। সেই থেকেই নাকি কর্ণ ও কাজলের বন্ধুত্ব হয় যা এখনও অটুট।
4/6

শো-তে এসে অন্য সমস্ত প্রশ্নের উত্তরই দেন কাজল। কিন্তু এই একটা বিশয়ে কর্ণকে চুপ করতে বলেন কাজল।
5/6

অজয় ও কাজলের প্রেম কাহিনীও বেশ আকর্ষণীয়। প্রথম একটি ছবির সেটে আলাপ হয়েছিল ২ জনের।
6/6

সেটে পৌঁছে কাজল নাকি প্রশ্ন করেছিলেন নায়ক কই। তখন একজন অজয়কে দেখিয়েছিল। সেটে এক কোণায় দাঁড়িয়েছিলেন তিনি। এভাবেই তাঁদের প্রথম পরিচিতি।
Published at : 19 Apr 2021 06:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
