মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। মাতৃত্বের স্বাদ উপভোগের আগেই মালদ্বীপে ছুটি কাটানোর না দেখা ছবি শেয়ার করলেন তিনি। স্মৃতি রোমন্থন করে নিজেই ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন।
2/5
দিয়া লিখেছেন, “একসঙ্গে কাটানো সুন্দর এবং মনে রাখার মুহূর্তগুলি ফিরে দেখা”
3/5
চলতি বছর ১৫ ফেব্রুয়ারি বৈভব রেখির সঙ্গে দিয়া মির্জার বিয়ে হয়। বিয়ের পরে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে ফিরে এসেই দিয়া জানান, মা হতে চলেছেন তিনি।
4/5
এর আগে ব্যবসায়ী সাহিল সঙ্ঘের সঙ্গে বিয়ে হয় দিয়ার। ২০১৪ সালের অক্টোবর মাসে বিয়ে হয় তাঁদের। ৫ বছর পর ২০১৯ সালে দিয়া বিবাহ বিচ্ছেদের খবর জানান।
5/5
তেলেগু ছবি ওয়াইল্ড ডগ ছবিতে শেষবার দেখা গিয়েছিল দিয়াকে।