এক্সপ্লোর
Celebrities Secret Marriage: বলিউডের এই তারকারা অত্যন্ত সঙ্গোপনে বিয়ে করে সবাইকে চমকে দিয়েছিলেন

Celebrities Secret Marriage
1/10

বলিউডে নিজস্ব পরিচিতি গড়ে তোলা সব অভিনেতা-অভিনেত্রীর কাছেই একটা স্বপ্ন। কিন্তু এই খ্যাতিই অনেক সময় সামাজিক দূরত্বও গড়ে তোলে। অবস্থা এমন যে, অনেক সময় তারকারা তাঁদের বিয়ের খবরও বাইরে ফাঁস হতে দেন না। জেনে নেওয়া যাক, এমন কয়েকজন তারকা সম্পর্কে তাঁরা আচমকা বিয়ে করে সবাইতে চমকে দিয়েছেন।
2/10

একেবারে গোপনে বিয়ে করেছিলেন মাধুরী দীক্ষিত। ১৯৯-কে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করেছিলেন তিনি।
3/10

এই তালিকায় সবার ওপরে নাম থাকবে ধর্মেন্দ্রর। বিবাহিত হওয়া সত্ত্বেও হেমা মালিনীর প্রেমে পড়েন তিনি। এরপর খাণ্ডালায় একেবারে সঙ্গোপনে বিয়ে করেন তাঁরা।
4/10

সইফ আলি খান তাঁর থেকে ১২ বছরের বড় অমৃতা সিংহকে গোপনে বিয়ে করেন। সইফের বাবা-মা এই সম্পর্ক মেনে নেননি। এজন্য সইফ ও অমৃতা ১৯৯১-এ গোপনে বিয়ে করেন। ২০০৪-এ তাঁদের বিয়ে ভেঙে যায়।
5/10

রণবীর শোরি ও কঙ্গনা সেন একে অপরের সঙ্গে দীর্ঘদিন ডেট করেন। ২০১০-এর সেপ্টেম্বরে তাঁরা বিয়ে করেন।
6/10

সঞ্জয় দত্ত মান্যতার সঙ্গে দু বছর ডেট করেন। এরপর ২০০৮-এ গোপনে বিয়ে করেন তাঁরা। এটি ছিল সঞ্জয় দত্তর। আর দীর্ঘদিন ধরে বিয়ের খবর গোপন রেখেছিলেন।
7/10

বরুণ ধবন তাঁর ছোট বেলার বন্ধু তথা গার্লফ্রেন্ড নাতাশা দালালকে একান্ত অনুষ্ঠানে বিয়ে করেন।
8/10

অভিনেত্রী রানি মুখোপাধ্যায় প্রযোজক আদিত্য চোপড়াও একে অপরের সঙ্গে দীর্ঘ দিন ডেট করেন এবং ২০১৪-তে তাঁরা ইতালিতে একান্ত অনুষ্ঠানে বিয়ে করেন তাঁরা।
9/10

জ ন আব্রাহামও বিপাশা বসুর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর আচমকাই প্রিয়া রুঞ্চলকে বিয়ে করেন।
10/10

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীও অত্যন্ত সঙ্গোপনে বনি কপূরকে বিয়ে করেছিলেন।
Published at : 04 May 2021 06:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
