এক্সপ্লোর
Celebrities Engagement Rings: বলি তারকাদের এনগেজমেন্ট আংটির দাম জানলে চোখ কপালে উঠতে পারে, সবচেয়ে দামী কার, জানেন?

Celebrities Engagement Rings
1/9

এনগেজমেন্ট আংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত বিয়ের আগে এনগেজমেন্ট আংটি পরানো হয়। আর বলিউড তারকাদের এনগেজমেন্ট রিং নিয়ে অনুরাগী মহলে আগ্রহের অন্ত থাকে না। অনেক সময় সেই আংটি তাঁরা দেখিয়েও থাকেন। এখন দেখে নেওয়া যাক, কয়েকজন অভিনেত্রী সম্পর্কে, যাঁদের তাঁদের জীবনসঙ্গীরা দামি আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।
2/9

বিয়ের জন্য সবচেয়ে দামী আংটি পেয়েছিলেন অসিন। কোনও বলিউড অভিনেত্রীই এ ব্যাপারে তাঁর ধারেকাছে নেই। গজনী সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। তিনি দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। ব্যবসায়ী রাহুল শর্মার সঙ্গে ২০১৬-তে বিয়ে হয় তাঁর। অসিনের এনগেজমেন্ট আংটির দাম ৬ কোটি টাকা।
3/9

অভিনেত্রী শিল্পা শেট্টির এনগেজমেন্ট আংটির দাম কোটি টাকার বেশ। রাজ কুন্দ্রা শিল্পাকে ২০ ক্যারেটের আংটি দিয়েছিলেন। এর দাম তিন কোটি টাকা।
4/9

অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ২০১৮-তে রণবীর সিংহর সঙ্গে বিয়ে হয়। তাঁর এনগেজমেন্ট আংটির দাম আড়াই কোটি টাকা।
5/9

নিক জোনাসের সঙ্গে বিয়ে হয় নিক জোনাসের। প্রিয়ঙ্কাকেই প্রায়ই এই আংটি পরে থাকতে দেখা যায়। তাঁর এই আংটির দাম ২.১ কোটি টাকা।
6/9

২০১৭-তে অনুষ্কা শর্মার সঙ্গে বিয়ে হয় ক্রিকেটার বিরাট কোহলির। অনুষ্কার আঙুলের আংটির দাম ১ কোটি টাকা।
7/9

সোনম কপূরের বিয়ে হয় ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে। সোনমের এনগেজমেন্ট আংটির দাম ৯০ লক্ষ টাকা।
8/9

২০১২-তে সইফ আলি খানের সঙ্গে বিয়ে হয় করিনা কপূরের। সইফ করিনাকে যে আংটি পরিয়েছিলেন, তার দাম ৭৫ লক্ষ টাকা।
9/9

২০০৭-এ ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিয়ে হয় অভিষেক বচ্চনের। ঐশ্বর্য সবসময়ই ওই আংটি পরেন। এর দাম ৫০ লক্ষ টাকা।
Published at : 21 May 2021 06:37 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
