এক্সপ্লোর
Miss Universe Pageant: আর ব্রাত্য নয় বিবাহিত নারী, ব্রহ্মাণ্ড সুন্দরী হতে পারবেন মায়েরাও, পাল্টাবে সৌন্দর্যের সংজ্ঞা!
Beauty Standards: সংজ্ঞা। দেরিতে হলেও, পরিবর্তনের পথে এগোল আন্তর্জাতিক মিস ইউনিভার্স সৌন্দর্য প্রতিযোগিতা।
—ফাইল চিত্র।
1/10

সময়ের সঙ্গে বদলেছে সৌন্দর্যের সংজ্ঞা। দেরিতে হলেও, পরিবর্তনের পথে এগোল আন্তর্জাতিক মিস ইউনিভার্স সৌন্দর্য প্রতিযোগিতা। বিবাহিত মহিলা থেকে মায়েরাও তাতে অংশ নিতে পারবেন এ বার থেকে।
2/10

২০২৩ সালে ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজন শুরু হয়েছে। আর তার হাত ধরেই আসছে পরিবর্তন। সংস্থার তরফে জানানো হয়েছে, সামাজিক দৃষ্টিভঙ্গিতেও বিবর্তন প্রয়োজন। তাই যুগোপযোগী হয়ে ওঠার সিদ্ধান্ত নিয়েছে তারা।
Published at : 24 Aug 2022 10:58 AM (IST)
আরও দেখুন






















