সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি শেয়ার করেছেন শিল্পা শেট্টি। ছবিতে তাঁকে গর্জাস মেরুন শাড়িতে দেখা যাচ্ছে। তিনি যে শাড়িতে সেজেছেন, সেটি ডিজাইন করেছেন সেলিব্রিটি ডিজাইনাল মনীশ মলহোত্র।
4/7
টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'ইন্ডিয়াস বেস্ট ডান্সার'-এ উপস্থিত থাকার সময় এমন মোহময়ী রূপে ধরা দেন শিল্পা। যা ফ্যাশন স্টেটমেন্টও তৈরি করেছে।
5/7
ডিজাইনার শাড়ির সঙ্গে মানানসই গয়না ও হালকা মেকআপ। শিল্পা শেট্টির পোশাকের সঙ্গে নজর কাড়ছে মানানসই কানের দুল।
6/7
দীর্ঘদিন বাদে 'হাঙ্গামা টু' ছবি দিয়ে বড় পর্দায় কামব্যাক হয়েছিল শিল্পা শেট্টির। তবে, ছোট পর্দার বিভিন্ন রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে নিয়মিত দেখা যায় তাঁকে।
7/7
শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শিল্পা শেট্টিকে দেখা যেতে চলেছে রোম্যান্টিক কমেডি ছবি 'নিকম্মা'তে। যদিও অভিনেত্রীর পক্ষ থেকে এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।