এক্সপ্লোর

KIFF 2022: শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, রইল উদ্বোধনী অনুষ্ঠানের ছবিগুলি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

1/11
বৃহস্পতিবার থেকে শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠান।
বৃহস্পতিবার থেকে শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠান।
2/11
কলকাতা চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার তারকারা ছাড়াও উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, রানি মুখোপাধ্যায়, শাহরুখ খান, জয়া বচ্চন, অরিজিৎ সিংহ, মহেশ ভট্ট এবং আরও অনেকে। উপস্থিত রছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
কলকাতা চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার তারকারা ছাড়াও উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, রানি মুখোপাধ্যায়, শাহরুখ খান, জয়া বচ্চন, অরিজিৎ সিংহ, মহেশ ভট্ট এবং আরও অনেকে। উপস্থিত রছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
3/11
অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভট্ট, সৌরভ গঙ্গোপাধ্যায়, অরিজিৎ সিংহ। ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের মঞ্চে দেখা গেল চাঁদের হাট।
অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভট্ট, সৌরভ গঙ্গোপাধ্যায়, অরিজিৎ সিংহ। ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের মঞ্চে দেখা গেল চাঁদের হাট।
4/11
যেখানে সকলের উপস্থিতিতেই বাংলার সিনেমা জগতের জগৎ-ছোঁয়ার প্রত্যাশা উঠে এল মুখ্যমন্ত্রীর গলায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যয়ী কণ্ঠে জানালেন, 'বাংলার সঙ্গে বলিউড থেকে হলিউডকে সংযোগ করার এক অনন্য মঞ্চ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সবাইকে এই মঞ্চে এসে উদ্বোধনের জন্য অনেক ধন্যবাদ। ভরসা রাখি বাংলা একদিন হলিউড দখল করবে, বলিউড দখল করবে।'
যেখানে সকলের উপস্থিতিতেই বাংলার সিনেমা জগতের জগৎ-ছোঁয়ার প্রত্যাশা উঠে এল মুখ্যমন্ত্রীর গলায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যয়ী কণ্ঠে জানালেন, 'বাংলার সঙ্গে বলিউড থেকে হলিউডকে সংযোগ করার এক অনন্য মঞ্চ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সবাইকে এই মঞ্চে এসে উদ্বোধনের জন্য অনেক ধন্যবাদ। ভরসা রাখি বাংলা একদিন হলিউড দখল করবে, বলিউড দখল করবে।'
5/11
বক্তব্য রাখতে গিয়ে জয়া বললেন, '২ বছর আগে আসার কথা ছিল। কী যে করে আমি জানি না, এই সৌরভকে বলছিলাম। কখনও হাত ভেঙে গেল, কখনও পা ভেঙে গেল। মাথা ঠিক আছে সেটাই ঠিক আছে। তিন বছর ধরে ভেবে ভেবে সব বুকে আর পেটে ভরে নিয়ে এসেছি।' বাংলার মেয়ে জয়া অমিতাভ-ঘরণী। সেই সূত্রে অমিতাভ বচ্চন বাংলার জামাইও। সেই বিষয়টিই মনে করিয়ে দিলেন জয়া, সঙ্গে বললেন, 'জামাইয়ের সামনে মেয়ের দাম খুব কম।' বক্তব্য শেষ করার সময় ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেন জয়া। বললেন, 'আপনি জানেন যে কোনও সময় আমি আপনার জন্য আছি।'
বক্তব্য রাখতে গিয়ে জয়া বললেন, '২ বছর আগে আসার কথা ছিল। কী যে করে আমি জানি না, এই সৌরভকে বলছিলাম। কখনও হাত ভেঙে গেল, কখনও পা ভেঙে গেল। মাথা ঠিক আছে সেটাই ঠিক আছে। তিন বছর ধরে ভেবে ভেবে সব বুকে আর পেটে ভরে নিয়ে এসেছি।' বাংলার মেয়ে জয়া অমিতাভ-ঘরণী। সেই সূত্রে অমিতাভ বচ্চন বাংলার জামাইও। সেই বিষয়টিই মনে করিয়ে দিলেন জয়া, সঙ্গে বললেন, 'জামাইয়ের সামনে মেয়ের দাম খুব কম।' বক্তব্য শেষ করার সময় ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেন জয়া। বললেন, 'আপনি জানেন যে কোনও সময় আমি আপনার জন্য আছি।'
6/11
করোনা আবহ ও শারীরিক অসুস্থতার জেরে মাঝে কয়েক বছরের ব্যবধানে ফের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) মঞ্চে হাজির হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। মাঝের সময়টায় আসতে না পেরে যে তিনিও কিছুটা কষ্টে ভুগেছেন, সেটাই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন বলিউডের শাহেনশাহ।
করোনা আবহ ও শারীরিক অসুস্থতার জেরে মাঝে কয়েক বছরের ব্যবধানে ফের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) মঞ্চে হাজির হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। মাঝের সময়টায় আসতে না পেরে যে তিনিও কিছুটা কষ্টে ভুগেছেন, সেটাই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন বলিউডের শাহেনশাহ।
7/11
বক্তব্য রাখতে গিয়ে বাংলায় শুরু করেন তিনি। যেখানে শুরুতেই অমিতাভ বচ্চন বলেন, '৩ বছর কিফে (KIFF) আসতে পারিনি। আপনাদের সঙ্গে দেখা করতে পারিনি। তাই অনেক কষ্ট হয়েছে। মমতাদিকে ধন্যবাদ ফের একবার আমন্ত্রণ করার জন্য। আবার একবার ভালবেসে ডেকে পাঠানোর জন্য ধন্যবাদ কলকাতা।' যার পরই কলকাতার সঙ্গে ব্যক্তিগত টান ছুঁয়ে অমিতাভের সংমযোজন, 'কলকাতা আমার বাড়ির মতো। আপনাদের জামাইবাবু জীবনভর আপনাদের সঙ্গে জামাইবাবু হয়েই থাকবে।' অল্প বক্তব্যের শেষে জয়া বচ্চন অমিতাভের জামাই প্রসঙ্গ তুলেই বলেছিলেন, 'জামাইয়ের সামনে মেয়ের দাম কম।'
বক্তব্য রাখতে গিয়ে বাংলায় শুরু করেন তিনি। যেখানে শুরুতেই অমিতাভ বচ্চন বলেন, '৩ বছর কিফে (KIFF) আসতে পারিনি। আপনাদের সঙ্গে দেখা করতে পারিনি। তাই অনেক কষ্ট হয়েছে। মমতাদিকে ধন্যবাদ ফের একবার আমন্ত্রণ করার জন্য। আবার একবার ভালবেসে ডেকে পাঠানোর জন্য ধন্যবাদ কলকাতা।' যার পরই কলকাতার সঙ্গে ব্যক্তিগত টান ছুঁয়ে অমিতাভের সংমযোজন, 'কলকাতা আমার বাড়ির মতো। আপনাদের জামাইবাবু জীবনভর আপনাদের সঙ্গে জামাইবাবু হয়েই থাকবে।' অল্প বক্তব্যের শেষে জয়া বচ্চন অমিতাভের জামাই প্রসঙ্গ তুলেই বলেছিলেন, 'জামাইয়ের সামনে মেয়ের দাম কম।'
8/11
আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival)-র মঞ্চে ছিলেন শাহরুখ খান। তাঁর এভিতেও ছিল আগামী ছবি 'পাঠান' (Pathaan)-এর সংলাপ। আর মঞ্চে ওঠার পরেই সবাইকে ধন্যবাদ জানিয়ে হিন্দিতে শাহরুখ বললেন, 'আমি দিদিকে কথা দিয়েছিলাম , যখনই কলকাতায় আসব, বাংলা বলার চেষ্টা করব। এই বছর আমার সঙ্গে রানি (মুখোপাধ্যায়) এসেছে। তাই ওকে দিয়ে আমি বাংলায় সংলাপ লিখিয়ে নিয়েছি। যদি আমি ভাল বলি তবে আমার প্রশংসা করবেন। আর যদি খারাপ বলি, তাহলে রানির দোষ।'
আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival)-র মঞ্চে ছিলেন শাহরুখ খান। তাঁর এভিতেও ছিল আগামী ছবি 'পাঠান' (Pathaan)-এর সংলাপ। আর মঞ্চে ওঠার পরেই সবাইকে ধন্যবাদ জানিয়ে হিন্দিতে শাহরুখ বললেন, 'আমি দিদিকে কথা দিয়েছিলাম , যখনই কলকাতায় আসব, বাংলা বলার চেষ্টা করব। এই বছর আমার সঙ্গে রানি (মুখোপাধ্যায়) এসেছে। তাই ওকে দিয়ে আমি বাংলায় সংলাপ লিখিয়ে নিয়েছি। যদি আমি ভাল বলি তবে আমার প্রশংসা করবেন। আর যদি খারাপ বলি, তাহলে রানির দোষ।'
9/11
এরপরেই ভাঙা ভাঙা বাংলায় শাহরুখ বলে চললেন, 'সবাইকে এই মঞ্চে দেখে খুব ভাল লাগছে। অনেকদিন দেখা হয়নি তো। আমার প্রিয় সুন্দর রানিকে দেখে খুব খুশি'। এরপর একে একে মঞ্চে উপস্থিত সবার নাম নিয়েই সবাইকে উষ্ণতা, অভ্যর্থনায় ভরিয়ে দেন শাহরুখ। কিন্তু শেষে বলেন, তিনি সবচেয়ে খুশি দর্শকদের দেখে।
এরপরেই ভাঙা ভাঙা বাংলায় শাহরুখ বলে চললেন, 'সবাইকে এই মঞ্চে দেখে খুব ভাল লাগছে। অনেকদিন দেখা হয়নি তো। আমার প্রিয় সুন্দর রানিকে দেখে খুব খুশি'। এরপর একে একে মঞ্চে উপস্থিত সবার নাম নিয়েই সবাইকে উষ্ণতা, অভ্যর্থনায় ভরিয়ে দেন শাহরুখ। কিন্তু শেষে বলেন, তিনি সবচেয়ে খুশি দর্শকদের দেখে।
10/11
এদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে বাংলায় কথা বললেন রানি মুখোপাধ্যায়। দীর্ঘদিন হিন্দি ছবির জগতে থাকলেও বাংলা যে তাঁর হৃদয়ের অন্দরে থাকে, তা টের পাওয়া গেল রানির কথায়। বাঙালি হিসেবে তিনি নিজেকে গর্বিত মনে করেন। বললেন অনেক কথা। রানি বলেন, 'কলকাতা। নমস্কার। সবাইকে নমস্কার জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমাদের এখানে ডাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ মমতা দি। খুব ভালো লাগছে এখানে এসে। অবশ্যই আমাদের মহানায়ক অমিতাভ বচ্চন, জয়া আন্টি, আমার প্রিয় 'পাঠান' শাহরুখ খান, আমার প্রিয় সকলকে দেখে খুব ভালো লাগছে। কলকাতায় এসে আমি খুব খুশি। কলকাতা আমার মায়ের জায়গা। আমার খুব প্রিয় জায়গা। এই জায়গাটার প্রতি আমার একটা টান রয়েছে। এখানে এসে আমি খুব ভালো অনুভব করি। আপনারা ছাড়া আজ আমি যা তা হতে পারতাম না। বাঙালি হিসেবে আমি গর্বিত। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সবাইকে আমার শুভ কামনা।'
এদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে বাংলায় কথা বললেন রানি মুখোপাধ্যায়। দীর্ঘদিন হিন্দি ছবির জগতে থাকলেও বাংলা যে তাঁর হৃদয়ের অন্দরে থাকে, তা টের পাওয়া গেল রানির কথায়। বাঙালি হিসেবে তিনি নিজেকে গর্বিত মনে করেন। বললেন অনেক কথা। রানি বলেন, 'কলকাতা। নমস্কার। সবাইকে নমস্কার জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমাদের এখানে ডাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ মমতা দি। খুব ভালো লাগছে এখানে এসে। অবশ্যই আমাদের মহানায়ক অমিতাভ বচ্চন, জয়া আন্টি, আমার প্রিয় 'পাঠান' শাহরুখ খান, আমার প্রিয় সকলকে দেখে খুব ভালো লাগছে। কলকাতায় এসে আমি খুব খুশি। কলকাতা আমার মায়ের জায়গা। আমার খুব প্রিয় জায়গা। এই জায়গাটার প্রতি আমার একটা টান রয়েছে। এখানে এসে আমি খুব ভালো অনুভব করি। আপনারা ছাড়া আজ আমি যা তা হতে পারতাম না। বাঙালি হিসেবে আমি গর্বিত। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সবাইকে আমার শুভ কামনা।'
11/11
সৌরভ বললেন, 'শহর কলকাতা ও রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের সংস্কৃতি ভীষণ সমৃদ্ধ। বছরের পর বছর ধরে কিংবদন্তিদের জন্ম দিয়েছে এই রাজ্য। এত প্রবাদপ্রতিম চরিত্র রয়েছে যে, নাম বলে শেষ করতে পারব না। যারা শুধু বাংলায় নয়, গোটা দেশে পরিচিতি তৈরি করেছেন। তাঁরা ইতিহাস তৈরি করেছেন। সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছেন। তাঁরা যে সমস্ত সিনেমা তৈরি করেছেন, তা স্মরণীয় হয়ে রয়েছে। ভবিষ্যতেও সকলেই মনে রাখবেন সেই সমস্ত কাজ। ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর, পরের ১০ দিন উদযাপনের সময়। আমি সকলকে অনুরোধ করব আসুন, সিনেমা দেখুন। কিংবদন্তিরা, তারকারা ও ব্যতিক্রমী মানুষজন যে কাজ করেছেন, তা দেখুন।'
সৌরভ বললেন, 'শহর কলকাতা ও রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের সংস্কৃতি ভীষণ সমৃদ্ধ। বছরের পর বছর ধরে কিংবদন্তিদের জন্ম দিয়েছে এই রাজ্য। এত প্রবাদপ্রতিম চরিত্র রয়েছে যে, নাম বলে শেষ করতে পারব না। যারা শুধু বাংলায় নয়, গোটা দেশে পরিচিতি তৈরি করেছেন। তাঁরা ইতিহাস তৈরি করেছেন। সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছেন। তাঁরা যে সমস্ত সিনেমা তৈরি করেছেন, তা স্মরণীয় হয়ে রয়েছে। ভবিষ্যতেও সকলেই মনে রাখবেন সেই সমস্ত কাজ। ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর, পরের ১০ দিন উদযাপনের সময়। আমি সকলকে অনুরোধ করব আসুন, সিনেমা দেখুন। কিংবদন্তিরা, তারকারা ও ব্যতিক্রমী মানুষজন যে কাজ করেছেন, তা দেখুন।'

আরও জানুন বিনোদনের

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

India vs Australia: গাব্বায় টেস্টের চতুর্থ দিন বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া, ফায়দা তুলতে পারবে ভারত?
গাব্বায় টেস্টের চতুর্থ দিন বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া, ফায়দা তুলতে পারবে ভারত?
Stock Market Today: মার্কিন বাজারে আজ সুদের হার ঘোষণা, এই পাঁচ স্টকে ভরসা রাখতে পারেন  
মার্কিন বাজারে আজ সুদের হার ঘোষণা, এই পাঁচ স্টকে ভরসা রাখতে পারেন  
Stock To Watch: অম্বুজা সিমেন্ট ছাড়াও এই স্টকগুলিতে আজ বড় কিছু হতে পারে, জেনে ট্রেড করুন  
অম্বুজা সিমেন্ট ছাড়াও এই স্টকগুলিতে আজ বড় কিছু হতে পারে, জেনে ট্রেড করুন  
One Nation One Election: এক দেশ ; এক নির্বাচন বিলের পক্ষে কতগুলি দল, বিরোধীদের সংখ্যা কি বেশি ?  
এক দেশ ; এক নির্বাচন বিলের পক্ষে কতগুলি দল, বিরোধীদের সংখ্যা কি বেশি ?  
Advertisement
ABP Premium

ভিডিও

Recruitment Scam: ইডির মামলায় জামিন, সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু।RG Kar Update: আর জি কর কাণ্ডে ধর্মতলায় বসতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ ডাক্তাররা, আজ শুনানির সম্ভাবনাBanglar Bari: বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। কারা পাবেন , কত পাবেন, কীভাবে পাবেন ?Wb News:প্রোমোটারের উপরে হামলায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর এখনও বেপাত্তা! নোটিস দিয়েই ক্ষান্ত পুলিশ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs Australia: গাব্বায় টেস্টের চতুর্থ দিন বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া, ফায়দা তুলতে পারবে ভারত?
গাব্বায় টেস্টের চতুর্থ দিন বিরাট ধাক্কা খেল অস্ট্রেলিয়া, ফায়দা তুলতে পারবে ভারত?
Stock Market Today: মার্কিন বাজারে আজ সুদের হার ঘোষণা, এই পাঁচ স্টকে ভরসা রাখতে পারেন  
মার্কিন বাজারে আজ সুদের হার ঘোষণা, এই পাঁচ স্টকে ভরসা রাখতে পারেন  
Stock To Watch: অম্বুজা সিমেন্ট ছাড়াও এই স্টকগুলিতে আজ বড় কিছু হতে পারে, জেনে ট্রেড করুন  
অম্বুজা সিমেন্ট ছাড়াও এই স্টকগুলিতে আজ বড় কিছু হতে পারে, জেনে ট্রেড করুন  
One Nation One Election: এক দেশ ; এক নির্বাচন বিলের পক্ষে কতগুলি দল, বিরোধীদের সংখ্যা কি বেশি ?  
এক দেশ ; এক নির্বাচন বিলের পক্ষে কতগুলি দল, বিরোধীদের সংখ্যা কি বেশি ?  
Sujay Krishna Bhadra: এবার সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু, হেফাজতে চেয়ে আবেদন
এবার সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু, হেফাজতে চেয়ে আবেদন
Aadhaar Card:  বাড়ি থেকে আধার কার্ডের ছবি বদলাতে পারবেন ? কী রয়েছে নিয়ম 
বাড়ি থেকে আধার কার্ডের ছবি বদলাতে পারবেন ? কী রয়েছে নিয়ম 
Stock Market Today : আমেরিকায় আলোড়ন ! বাজার খুলতেই ছুটতে পারে এই ৫ স্টক
আমেরিকায় আলোড়ন ! বাজার খুলতেই ছুটতে পারে এই ৫ স্টক
One Nation One Election : 'এক দেশ এক ভোট'-এর পক্ষে ও বিরোধিতায় কতগুলি দল ? প্রধানমন্ত্রীর পরামর্শে যৌথ সংসদীয় কমিটিতে যাচ্ছে বিল ?
'এক দেশ এক ভোট'-এর পক্ষে ও বিরোধিতায় কতগুলি দল ? প্রধানমন্ত্রীর পরামর্শে যৌথ সংসদীয় কমিটিতে যাচ্ছে বিল ?
Embed widget