এক্সপ্লোর
'Eta Amader Golpo' Screening: 'এটা আমাদের গল্প' ছবির বিশেষ স্ক্রিনিংয়ে হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কী প্রতিক্রিয়া?
Manasi Sinha Movie: প্রেক্ষাগৃহে মুক্তির তৃতীয় সপ্তাহেও রমরমিয়ে চলছে 'এটা আমাদের গল্প'। দেশের বাইরে অস্ট্রেলিয়াতেও হাউজফুল শো। শুরু হয়েছে প্যান ইন্ডিয়া মুক্তিও।
'এটা আমাদের গল্প' স্পেশাল স্ক্রিনিং
1/10

প্রেক্ষাগৃহে প্রায় ২৫ দিনের দিকে পৌঁছতে চলেছে মানসী সিন্হা পরিচালিত 'এটা আমাদের গল্প' ছবিটি। কিছুদিন আগেই শহরের এক প্রেক্ষাগৃহে হল ছবির বিশেষ স্ক্রিনিং।
2/10

টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিতি আরও দারুণ করে তোলে এই সন্ধ্যা। অবশ্যই হাজির ছিলেন ছবির মুখ্য দুই অভিনেতা, অপরাজিতা আঢ্য ও শাশ্বত চট্টোপাধ্যায়।
3/10

আমার দারুণ লেগেছে, খুব ভাল লেগেছে। একটা সুন্দর, সকলকে ভাল লাগানোর মতো ছবি তৈরি হয়েছে', হল থেকে আবেগঘ প্রসেনজিতের জানালেন প্রতিক্রিয়ায়।
4/10

'এটা আমাদের গল্প' মূলত একটি প্রেমের ছবি। প্রথম ছবিতেই একগুচ্ছ তারকাদের পর্দায় এনেছেন মানসী। মুখ্যচরিত্রে দেখা গেছে শ্বাশত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, সোহাগ সেন, দেবদূত ঘোষ, অমিতকান্তি ঘোষকে।
5/10

এই গল্প শুধু দুটি মানুষের নয়, আরও অনেক মানুষের গল্প। এই ছবি তাদের গল্প বলবে যারা এখনও সম্পর্কে বিশ্বাস রাখে, তেমন অনেক মানুষ। এই কাহিনিতে, দুটি সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায়, পরিস্থিতি ও পরিবেশের পরিবারের সম্পর্ক দেখা গেছে।
6/10

আসলে সম্পর্ক গড়ে ওঠে শুধু দুটি মানুষের মধ্যে নয়, দুটি পরিবারের মধ্যে। পরিবার যদি আপন করে না নিতে পারে, হাজার যোজন ভালবাসাও কি সেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারে শেষ পর্যন্ত?
7/10

কাহিনির প্রেক্ষাপটে এমনই এক প্রশ্নের মুখোমুখি হয়েছেন শ্রীতমা দেবী ও মিস্টার শর্মা। যখন চায়ের দোকানে বসে দু'জনে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজার বাধা হাজার ঝড়ের সামনাসামনি হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে এবার, তখনই আচমকা তাদের পাশে এসে দাঁড়িয়েছিল এক ঝাঁক তরুণ তুর্কী।
8/10

এই জীর্ণ, অবিশ্বাসী, বিষে বিষে নীল হয়ে যাওয়া সময়ে দাঁড়িয়েও, যারা এখনও বিশ্বাস রাখে যৌথ খামারে, যারা এখনও বিশ্বাস রাখে সব কিছু মরে যায়নি, সেই বিশ্বাস আসতে আসতে কেমন করে দুটি পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ল, সেই গল্পই বলে 'এটা আমাদের গল্প' ছবিটি।
9/10

এদিনের বিশেষ স্ক্রিনিংয়ের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও হাজির হয়েছিলেন চঞ্চল চৌধুরী, ঋতব্রত মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন প্রমুখ একঝাঁক তারকা।
10/10

প্রেক্ষাগৃহে মুক্তির তৃতীয় সপ্তাহেও রমরমিয়ে চলছে 'এটা আমাদের গল্প'। দেশের বাইরে অস্ট্রেলিয়াতেও হাউজফুল শো। শুরু হয়েছে প্যান ইন্ডিয়া মুক্তিও।
Published at : 19 May 2024 01:06 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























