‘ডেঞ্জারাস সেলিব্রিটি’ তালিকা কথাটা শুনলে পরিস্কার ধারণা পাওয়া মুশকিল।তালিকায় সব হলিউড স্টার, প্লে-ব্যাক সিঙ্গার প্রমুখ আছেন। কিন্তু তাঁরা কেন ডেঞ্জারাস সেইটাই হল প্রশ্ন। এই তালিকা নিয়েই সাইবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা ভাবনা-চিন্তা করে চলেছেন।
2/6
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, আমরা অনেক সময়ই বিভিন্ন তারকার নাম দিয়ে ইন্টারনেটে বিনামূল্যের বা পাইরেটেড বিনোদন খুঁজি। এর ফায়দা তুলতে তৎপর সাইবার অপরাধীরা। তারা বিভিন্ন সাইটে ফ্রি বিনোদনের হাতছানির আড়ালে ভাইরাস বা ম্যালওয়্যারের ফাঁদ পেতে রাখে, যেখানে পা দিলেই মুহূর্তে আপনার ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে অপরাধীদের কাছে।
3/6
ম্যাকাফির তালিকায় সবথেকে 'বিপজ্জনক' সেলিব্রিটি হলেন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর নামের সঙ্গে এত সংখ্যায় বিপজ্জনক সব সাইট জড়িয়ে রয়েছে, যে তার ইয়ত্তা নেই। দ্বিতীয় স্থানেই আছেন অভিনেত্রী তব্বু, তৃতীয় তাপসী পন্নু, চারে অনুষ্কা শর্মা ও পাঁচ নম্বরে সোনাক্ষী সিনহা। চমকে যাওয়ার মতোই বটে।
4/6
তালিকার পরের অংশেও সেই বিনোদনের জগতই। ছ নম্বর স্থানে রয়েছেন গায়ক আরমান মালিক, সাতে মাদক-বিতর্কে জড়িয়ে পড়া সইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান এবং আট নম্বরে টিভি-তারকা দিব্যা ত্রিপাঠী। বলিউডের বাদশা শাহরুখ রয়েছেন ৯ নম্বরে। দশে গায়ক অরিজিৎ সিং।
5/6
ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে এই তালিকায় রয়েছেন অভিনেত্রী তব্বু, তাপসী পন্নু, অনুষ্কা শর্মা আর সোনাক্ষী সিনহা। এমনকী আছেন শাহরুখ খানও। ফ্যানদের কাছে এঁরা কিন্তু রীতিমতো বিপজ্জনক। কারণ ইন্টারনেটে সার্চ দিয়ে এদের খুঁজতে গিয়ে আপনি পড়তে পারেন প্রতারকদের খপ্পরে।তাই ‘ডেঞ্জারাস’।
6/6
কথাটা শুনে হেঁয়ালির মনে হতে পারে কিন্তু এটাই সত্যি। আপনি যদি তারকাদের নাম দিয়ে ইন্টারনেটে সার্চ করেন, তাহলে বহু সার্চ রেজাল্ট এমন আসে, যেখানে লুকিয়ে থাকে ভাইরাস বা ম্যালওয়ারের ঝুঁকি। আর সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ সাইট সার্চ রেজাল্টে আসে, উপরের চার তারকার নাম দিয়ে সার্চ করলেই। সাইবার নিরাপত্তা সংস্থা ম্যাকাফি সম্প্রতি এই তথ্য দিয়েছে।