এক্সপ্লোর
ইন্টারনেটে সার্চে ‘বিপজ্জনক' সেলেবদের তালিকায় শাহরুখ, তাপসী, সোনাক্ষী, এমনকি সিআর সেভেনও!
1/6

‘ডেঞ্জারাস সেলিব্রিটি’ তালিকা কথাটা শুনলে পরিস্কার ধারণা পাওয়া মুশকিল।তালিকায় সব হলিউড স্টার, প্লে-ব্যাক সিঙ্গার প্রমুখ আছেন। কিন্তু তাঁরা কেন ডেঞ্জারাস সেইটাই হল প্রশ্ন। এই তালিকা নিয়েই সাইবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা ভাবনা-চিন্তা করে চলেছেন।
2/6

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, আমরা অনেক সময়ই বিভিন্ন তারকার নাম দিয়ে ইন্টারনেটে বিনামূল্যের বা পাইরেটেড বিনোদন খুঁজি। এর ফায়দা তুলতে তৎপর সাইবার অপরাধীরা। তারা বিভিন্ন সাইটে ফ্রি বিনোদনের হাতছানির আড়ালে ভাইরাস বা ম্যালওয়্যারের ফাঁদ পেতে রাখে, যেখানে পা দিলেই মুহূর্তে আপনার ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে অপরাধীদের কাছে।
Published at :
আরও দেখুন



















