এক্সপ্লোর
Miss Universe: কোন প্রশ্নের উত্তর দিয়ে মিস ইউনিভার্সের খেতাব জিতে নেন আর'বনি গ্যাব্রিয়েল? দেখুন
R'Bonney Gabriel: শীর্ষ ১৬ পর্যন্ত লড়াই করেছিলেন দিভিতা। তাঁর 'সোনার পাখি' সাজ নজর কেড়েছিল সবার। কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হতে হল তাঁকে

কোন প্রশ্নের উত্তর দিয়ে মিস ইউনিভার্সের খেতাব জিতে নেন আর'বনি গ্যাব্রিয়েল? দেখুন
1/10

মুকুট পেলেন না দিভিতা রাই (Divita Rai), মিস ইউনিভার্স ২০২২ এর মুকুট উঠল মার্কিন সুন্দরীর মাথায়।
2/10

স ইউনিভার্স ২০২২-এর মুকুট জিতে নিলেন আর'বনি গ্যাব্রিয়েল (R'Bonney Gabriel)।
3/10

আর'বনি গ্যাব্রিয়েলকে মুকুট পরালেন ২০২১ সালের ভারতীয় সুন্দরী হরনাজ সিন্ধু। গতবছর তিনিই জিতেছিলেন এই খেতাব।
4/10

আর'বনি গ্যাব্রিয়েল একজন ফ্যাশন ডিজাইনার, মডেল এবং সেলাই প্রশিক্ষক হিসেবে কাজ করেন। তাঁর নিজের একটি পোশাক তৈরির সংস্থাও রয়েছে।
5/10

মিস ভেনিজুয়েলা আমান্ডা দুদামেল এবং মিস ডোমিনিকান রিপাবলিক আন্দ্রেনা মার্টিনেজ দ্বিতীয় ও তৃতীয় স্থানে নির্বাচিত হয়েছেন।
6/10

শেষ রাউন্ডের একটি প্রশ্ন বিচারকদের মন জয় করেন আর'বনি গ্যাব্রিয়েল। কী ছিল সেই প্রশ্ন?
7/10

আর'বনি গ্যাব্রিয়েলকে প্রশ্ন করা হয়েছিল, ‘যদি আপনি মিস ইউনিভার্স জেতেন তাহলে কীভাবে একটি ক্ষমতায়ণ ও প্রগতিশীল সংস্থা হিসেবে কাজ করবে?’
8/10

এই প্রশ্নের উত্তরে গ্যাব্রিয়েল বলেন, ‘আমি একজন সমাজ পরিবর্তনের কান্ডারি হতে চাই। ১৩ বছর ধরে আমি সেলাই-শিল্পের সঙ্গে যুক্ত। দূষণ কমাতে আমি নিজের কাজে পুনর্ব্যবহৃত উপকরণকে ব্যবহার করি।'
9/10

গ্যাব্রিয়েল আরও বলেন, 'মানব পাচার এবং গার্হস্থ্য হিংসার স্বীকার যে মহিলারা, তাঁরা যদি আমার কাছে আসতে পারেন সেই মহিলাদের আমি সেলাইয়ের ক্লাস দিই। কারণ আমি বিশ্বাস করি অন্যের উপর, একটা সম্প্রদায়ের উপর বিনিয়োগ করলে তবে বদল আসবে। '
10/10

গ্যাব্রিয়েল আরও বলেন, 'আমাদের সবার মধ্যে কিছু বিশেষ গুণ রয়েছে। আর যখন সেটাকেই ছড়িয়ে দিই, তখনই পরিবর্তন আসে।’
Published at : 16 Jan 2023 12:39 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
