এক্সপ্লোর
Mukhosh Premiere Exclusive Photos: মুখোশের প্রিমিয়ারে চাঁদের হাট, এবিপি লাইভে দেখুন এক্সক্লুসিভ ছবি

Mukhosh Premiere Exclusive Photos
1/8

দীর্ঘ অপেক্ষার পর খুলেছে প্রেক্ষাগৃহ, আর সিনেপ্রেমী দর্শককে হলমুখী করতে মুক্তি পেল পরিচালক বিরসা দাশগুপ্তর ক্রাইম থ্রিলার 'মুখোশ'। সম্প্রতি শহরের এক মাল্টিপ্লেক্সে ছবি প্রিমিয়ার উপলক্ষ্য় হাজির ছিলেন কলাকুশলীরা।
2/8

এই ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, পায়েল দে'র মত অভিনেতারা
3/8

প্রিমিয়ারের দিন লাল ওয়েস্টার্ন পোশাকে নিজেকে সাজিয়ে ছিলেন অভিনেত্রী চান্দ্রেয়ী। ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
4/8

কেক কেটে এদিন ছবি মুক্তির আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিলেন পরিচালক বিরসা দাশগুপ্ত।
5/8

এদিন অভিনেত্রী পায়েল দে পড়েছিলেন ডিজাইনার শাড়ি। 'মুখোশ'-এ অনির্বাণ ভট্টাচার্যর স্ত্রী'র ভূমিকায় দেখা যাবে তাকে।
6/8

ছবির অন্য়ান্য় কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন কৌশিক সেন ও টোটা রায়চৌধুরীও।
7/8

ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন 'মুখোশ'-এর সঙ্গীত পরিচালক নবারুণ বসুও।
8/8

দর্শকের এই ছবি কতটা ভালোলাগবে এখন অপেক্ষা সেটাই দেখার।
Published at : 19 Aug 2021 07:32 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
