এক্সপ্লোর
'Naatu Naatu': অস্কারে সেরার শিরোপা পেল 'নাটু নাটু', গানটি সম্পর্কে রইল কিছু বিশেষ তথ্য
'RRR': এস এস রাজামৌলির ছবি 'আর আর আর'-এর হিট গান 'নাটু নাটু' এবার অস্কার মঞ্চ মাতাল। প্রথমে লাইভ পারফর্ম্যান্স, তারপর 'সেরা মৌলিক গান' বিভাগে শিরোপা।

ছবি সৌজন্য: পিটিআই
1/10

এস এস রাজামৌলি পরিচালিত ম্যাগনাম ওপাস 'আর আর আর' ছবির গান 'নাটু নাটু' পেল 'সেরা মৌলিক গান' বিভাগে অস্কার। ৮০তম গোল্ডেন গ্লোবের পর দেশে অস্কার নিয়ে এল এই গান।
2/10

রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবির গড়ল ইতিহাস। সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী যখন মঞ্চে ওঠেন পুরস্কার গ্রহণ করতে, দর্শক ফেটে পড়ে হাততালি।
3/10

সঙ্গীত পরিচালকের কথায় এই গান বিশ্বের দরবারে গুঞ্জন সৃষ্টি করেছে কারণ, 'এটি মৌলিক ও টাটকা, যা প্রথম মানুষকে আকর্ষণ করেছে।'
4/10

তেলুগু এই গানের তালে পা মিলিয়েছেন দেশবাসী ও বিশ্ববাসী।
5/10

'নাটু নাটু' গানটি শ্যুট করা হয় ইউক্রেনের দুর্ধর্ষ লোকেশনে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বাসভবনের সামনে শ্যুট করা হয়। প্রাক্তন টেলিভিশন তারকা, জেলেনস্কি, রাজামৌলি ও তাঁর টিমকে এই শ্যুটিং করার অনুমতি দেন।
6/10

এম এম কীরাবাণী জানান এই গানে বিট ৬/৮, যা ভারতে প্রচলিত এমনকী আফ্রিকাতেও কখনও কখনও শোনা যায়। কিন্তু পাশ্চাত্যে এর চল খুব একটা নেই।
7/10

জানা গেছে, জনপ্রিয় এই হুকস্টেপের প্রায় ৮০টি সংস্করণ ছিল। এই গানের জন্য অভিনেতারা ১৮টি টেক নেন।
8/10

'আর আর আর' ছবির হাত ধরে দক্ষিণী ছবিতে আত্মপ্রকাশ করেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট।
9/10

নিজের ৩৩ বছর ব্যাপী কর্মজীবনে 'নাটু নাটু'র সঙ্গীত পরিচালক কীরাবাণী প্রায় ৪২০টি ছবিতে কাজ করেছেন। কিন্তু এই একটি দৃশ্যের জন্য তিনি ২০টি ভিন্ন সুর তৈরি করেছিলেন যার মধ্যে থেকে রাজামৌলি বেছে নিতে পারেন।
10/10

'আর আর আর' ছবিতে রাম চরণ ও জুনিয়র এনটিআর ছাড়াও অভিনয় করেছেন অজয় দেবগণ, আলিয়া ভট্ট, শ্রিয়া সরণ। ছবিটি দুই বাস্তব জীবনের স্বাধীনতা সংগ্রামী, অল্লুরি সীতারামা রাজু ও কোমারাম ভীমকে কেন্দ্র করে তৈরি এক কল্পকাহিনি বলে। ব্রিটিশ রাজের বিরুদ্ধে তাঁদের লড়াইয়ের কাহিনি বলে।
Published at : 13 Mar 2023 12:37 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
