এক্সপ্লোর
New Web Series: 'ক্লিক' ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন সিরিজ 'Wরং মিলান্তি'
'Wrong Milanti': শিলিগুড়ির ছাপোষা ভাল ছেলে সূর্য। চাকরি করছে, ভাল টাকা আয় করছে, বাবা মাকে সুখে রাখছে। কিন্তু জীবনে তার একটাই সমস্যা, সে মেয়ে পাচ্ছে না বিয়ে করার মতো। তারপর?
আসছে 'রং মিলান্তি'
1/10

ফের এক নতুন ধরনের ওয়েব সিরিজ (Web Series) নিয়ে আসতে চলেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক' (Klikk)। সিরিজের নাম 'Wরং মিলান্তি' (Wrong Milanti)। এই সিরিজের কাহিনি, চিত্রনাট্য এবং পরিচালনার দায়িত্বে শুভাঞ্জন বসু।
2/10

শিলিগুড়ির ছাপোষা ভাল ছেলে সূর্য। চাকরি করছে, ভাল টাকা আয় করছে, বাবা মাকে সুখে রাখছে। কিন্তু জীবনে তার একটাই সমস্যা, সে মেয়ে পাচ্ছে না বিয়ে করার মতো। পাচ্ছে না বলাটা হয়তো ভুল কারণ এর আগে ৬৭টা বিয়ে বাতিল হয়েছে তার।
Published at : 30 May 2023 09:01 PM (IST)
আরও দেখুন






















