নীল জিন্স, সাদা ক্রপ টপ, স্পোর্টস সু সঙ্গে হাতে ছাতা..এভাবেই গতকাল দেখা গেল নোরা ফতেহিকে।
2/6
মুম্বইয়ে প্রবল বর্ষণের প্রভাব পড়েছে জনজীবনে। বিভিন্ন জায়গায় জমে গিয়েছে জল। যানজটে ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। আর এই ভোগান্তির হাত থেকে রেহাই পেলেন না সেলেবরাও।
3/6
এজন্যই সেলেবরা শুধুমাত্র কাজের জন্যই বাড়ির বাইরে বেরোচ্ছেন। এরইমধ্যে নোরাকে বর্ষার মধ্যেই বেরোতে দেখা গেল। সেজন্য বৃষ্টি ও যানজট থেকে রেহাই পেতে সহজ পথ বেছে নিলেন নোরা।
4/6
রেনরোট পরে বাইকে সওয়ার হলেন তিনি।
5/6
বর্ষায় যানজটে যাতায়াতের জন্য বাইকের ব্যবহার করলেন তিনি।
6/6
আশেপাশের লোকজনের চোখের সামনে নোরা এভাবে বেরিয়ে চটজলদি বাইকে করে চলে গেলেন।