এক্সপ্লোর
Pathaan Movie Release: কাকভোর থেকে হলমুখী দর্শক, বাঁধ ভাঙা উচ্ছ্বাস, 'পাঠান' উৎসবে সামিল কলকাতা
Pathaan News: বুধবার, ২৫ জানুয়ারি, দেশজুড়ে প্রায় ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত 'পাঠান'।
![Pathaan News: বুধবার, ২৫ জানুয়ারি, দেশজুড়ে প্রায় ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত 'পাঠান'।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/25/50ac75921d024ef46cb32372fd8c2b78167465784479251_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফাইল ছবি
1/9
![চার বছর পর ফের তাঁকে স্ক্রিনে দেখার সুযোগ। আর তা কোনওভাবেই হাত ছাড়া করতে নারাজ কিং খানের ফ্যানেরা। পাঠান মুক্তির দিনই- ফের তা প্রমাণ হয়ে গেল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/25/771acbc46ff7bccdc107af19060574d139645.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
চার বছর পর ফের তাঁকে স্ক্রিনে দেখার সুযোগ। আর তা কোনওভাবেই হাত ছাড়া করতে নারাজ কিং খানের ফ্যানেরা। পাঠান মুক্তির দিনই- ফের তা প্রমাণ হয়ে গেল।
2/9
![ভোরবেলা থেকেই হলমুখী দর্শকরা। সিঙ্গল স্ক্রিন, মাল্টিপ্লেক্সগুলি ছিল হাউসফুল। সঙ্গে কিং খান প্রেমীদের বাঁধ ভাঙা উচ্ছাস।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/25/9e992f30192936419f7235444cdeb152cb6b5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ভোরবেলা থেকেই হলমুখী দর্শকরা। সিঙ্গল স্ক্রিন, মাল্টিপ্লেক্সগুলি ছিল হাউসফুল। সঙ্গে কিং খান প্রেমীদের বাঁধ ভাঙা উচ্ছাস।
3/9
![শহরের প্রায় প্রতিটি হলে একাধিক ফ্যান ক্লাবের সেলিব্রেশন ছিল নজরকাড়া। কেক কেটে, ব্যানার-পোস্টার নিয়ে, দুধ ঢেলে, নারকেল ফাটিয়ে, শাহরুখের ছবিতে মালা পরিয়ে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে হলমুখী দর্শকরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/25/a6eff3aee3bebfdf1c767d306317cec37e39b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শহরের প্রায় প্রতিটি হলে একাধিক ফ্যান ক্লাবের সেলিব্রেশন ছিল নজরকাড়া। কেক কেটে, ব্যানার-পোস্টার নিয়ে, দুধ ঢেলে, নারকেল ফাটিয়ে, শাহরুখের ছবিতে মালা পরিয়ে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে হলমুখী দর্শকরা।
4/9
![বলিউড বাদশাহর এর আগের ছবি ছিল ‘জিরো,’ যা বক্স অফিসে তেমনভাবে সাফল্যের মুখ দেখেনি। তারপরই আজ মুক্তি পেল পাঠান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/25/e260eb1ee3c4c2d36f2753b8c0c686fdd7c68.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বলিউড বাদশাহর এর আগের ছবি ছিল ‘জিরো,’ যা বক্স অফিসে তেমনভাবে সাফল্যের মুখ দেখেনি। তারপরই আজ মুক্তি পেল পাঠান।
5/9
![ট্রেড অ্যানালিস্টরা আগে আন্দাজ করেছিল, এই ছবির হাত ধরে ঘুরে দাঁড়াবে বলিউড। এদিন সকাল থেকেই তার কিছুটা আভাস পাওয়া গেল। দেশজুড়ে বাদশাহ অনুরাগীদের উত্তেজনার পারদ চরমে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/25/786c0a157d574495220c32ee4f291499ff895.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ট্রেড অ্যানালিস্টরা আগে আন্দাজ করেছিল, এই ছবির হাত ধরে ঘুরে দাঁড়াবে বলিউড। এদিন সকাল থেকেই তার কিছুটা আভাস পাওয়া গেল। দেশজুড়ে বাদশাহ অনুরাগীদের উত্তেজনার পারদ চরমে।
6/9
![‘পাঠান’ উৎসবে সামিল কলকাতা। অন্য একাধিক সিনেমার শো টাইম পরিবর্তন করে, পাঠানের শো রাখা হয়েছে শহরের একাধিক হলে। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে দূর দূরান্ত থেকে হাজির হয়েছিলেন দর্শকরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/25/dcca0128b3950f31aa91470b502dd2c2cdc67.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
‘পাঠান’ উৎসবে সামিল কলকাতা। অন্য একাধিক সিনেমার শো টাইম পরিবর্তন করে, পাঠানের শো রাখা হয়েছে শহরের একাধিক হলে। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে দূর দূরান্ত থেকে হাজির হয়েছিলেন দর্শকরা।
7/9
![কিং খানের পাশাপাশি এই ছবি উপরি পাওনা দীপিকা-শাহরুখ জুটির কেমিস্ট্রি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে জন আব্রাহামকেও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/25/a4315b17e74b9288afa82b6f0b9140aa8df2c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিং খানের পাশাপাশি এই ছবি উপরি পাওনা দীপিকা-শাহরুখ জুটির কেমিস্ট্রি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে জন আব্রাহামকেও।
8/9
![দেশের এক নামী মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের গতকালই তরফে বলা হয়, 'এই ছবি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/25/1a56149416f48d0bffeedc522bde722b18903.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দেশের এক নামী মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের গতকালই তরফে বলা হয়, 'এই ছবি "কেজিএফ ২"-এর অ্যাডভান্স বুকিংয়ের রেকর্ডও ভাঙতে চলেছে এবং প্রায় ৪৫ থেকে ৫০ কোটির ব্যবসা করবে। আইনক্স সকাল ৭টার শো রয়েছে যার ৮০ শতাংশ পূরণ হয়ে গেছে। মুম্বই, দিল্লি, পুণে, কলকাতা এবং আরও কিছু বড় শহরে ভোরের শো আছে।'
9/9
!['যশ রাজ ফিল্মস'-এর একটি বিবৃতি অনুযায়ী, 'পাঠান' শাহরুখ খানের প্রথম ছবি যা প্রায় ১০০টিরও বেশি দেশে একসঙ্গে মুক্তি পেয়েছে। এটি শাহরুখ অভিনীত প্রথম এমন ছবি যা পিভিআরে ভোর ৬টার শো পেয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/25/b8e62c3470392c9fbc2601080ed3f324b11b1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'যশ রাজ ফিল্মস'-এর একটি বিবৃতি অনুযায়ী, 'পাঠান' শাহরুখ খানের প্রথম ছবি যা প্রায় ১০০টিরও বেশি দেশে একসঙ্গে মুক্তি পেয়েছে। এটি শাহরুখ অভিনীত প্রথম এমন ছবি যা পিভিআরে ভোর ৬টার শো পেয়েছে।
Published at : 25 Jan 2023 08:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)