এক্সপ্লোর
Prosenjit Chatterjee: পুরীর শ্যুটিং শেষ করেই জগন্নাথ মন্দিরে বুম্বাদা, নতুন ছবিতে কার সঙ্গে জুটি?
Prosenjit Chatterjee went to Puri: সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিলেন 'টলিউডের ইন্ডাস্ট্রি'। আপাতত নতুন শ্যুটিংয়ের কারণে পুরীতে রয়েছেন তিনি।
হঠাৎ পুরীর জগন্নাথ দর্শনে প্রসেনজিৎ, কোন ছবির শ্যুটিং করছিলেন তিনি?
1/10

শ্যুটিং শেষে, পুরীর মন্দিরে জগন্নাথ দর্শনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিলেন 'টলিউডের ইন্ডাস্ট্রি'। আপাতত নতুন শ্যুটিংয়ের কারণে পুরীতে রয়েছেন তিনি।
2/10

বয়স ৬০ পেরোলেও, এখনও টলিউডের অন্যতম ব্যস্ত নায়ক তিনি। টলিউড থেকে শুরু করে বলিউড.. সব জায়গাতেই নিজের সাক্ষর রেখেছেন 'বুম্বাদা'।
Published at : 01 Dec 2023 11:19 PM (IST)
আরও দেখুন




















