এক্সপ্লোর
Raj Kaushal Last Rites:স্বামী রাজ কৌশলের শেষযাত্রায় নিজেকে সামলাতে পারলেন না মন্দিরা বেদি

Mandira Bedi Husband Raj Kaushal Death
1/13

আজ ভোরে আচমকা চলে গেলেন মন্দিরা বেদির স্বামী তথা ডিরেক্টর রাজ কৌশল। তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোকের কালো ছায়া নেমে এসেছে বলিউডে।
2/13

আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।
3/13

স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন মন্দিরা বেদি।
4/13

স্বামীকে শেষবারের মতো শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন শোকাহত মন্দিরা বেদি।
5/13

হাসপাতাল থেকে রাজ কৌশলের দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে ছিলেন মন্দিরা বেদি।
6/13

আজ ভোর সাড়ে চারটে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন রাজ কৌশল।
7/13

চিকিৎসকদের কোনও রকম সাহায্য নেওয়ার আগেই রাজ কৌশলের মৃত্যু হয় বলে জানা গেছে।
8/13

রাজ কৌশল ও মন্দিরা বেদির দুই সন্তান রয়েছে। রাজ কৌশল প্রযোজক ও পরিচালক ছিলেন।
9/13

রাজ কৌশল তাঁর কেরিয়ারে প্যায়ার মে কভি কভি, শাদি কা লাড্ডু, অ্যান্টনি কৌন হ্যায়-এই তিনটি সিনেমা পরিচালনা করেন।
10/13

১৯৯৬-এ মন্দিরা বেদি ও রাজ কৌশলের প্রথম সাক্ষাৎ হয়েছিল মুকুল আনন্দের বাড়িতে।
11/13

মন্দিরা বেদি সেখানে অডিশন দিতে এসেছিলেন।রাজ মুকুল আনন্দের সহকারী হিসেবে কাজ করছিলেন।
12/13

এখান থেকেই একে অপরের প্রেমে পড়েন তাঁরা। তারপর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
13/13

১৯৯৯ –এর ১৪ ফেব্রুয়ারি মন্দিরা বেদি ও রাজ কৌশলের বিয়ে হয়।
Published at : 30 Jun 2021 12:12 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
