এক্সপ্লোর
RRR Trailer: 'আর আর আর' ছবির ট্রেলার লঞ্চে তারকার সমাহার

'আর আর আর' ট্রেলার লঞ্চ অনুষ্ঠান
1/10

মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি 'আর আর আর'-এর ট্রেলার। লঞ্চ অনুষ্ঠানে ক্যামেরাবন্দি ছবির গোটা টিম।
2/10

এস এস রাজামৌলি পরিচালিত এই ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগণ, আলিয়া ভট্ট, জুনিয়র এনটিআর, রাম চরণ প্রমুখকে।
3/10

করোনা অতিমারীর বাধা কাটিয়ে এই প্রথমবার বলিউড ও দক্ষিণের ইন্ডাস্ট্রি একসঙ্গে কোনও কাজ করতে চলেছে।
4/10

'আর আর আর' ছবির টিমের তরফে আগেই জানানো হয়েছিল যে ছবির ট্রেলার লঞ্চে একটি বড় ইভেন্টের আয়োজন করা হবে।
5/10

টুকটুকে লাল শাড়িতে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট।
6/10

কালো ফুল হাতা শার্টে ছিলেন 'সিঙ্ঘম' অজয় দেবগণ।
7/10

সকলের সঙ্গে দর্শকাসনে বসে ট্রেলার দেখেন ছবির কলাকুশলীরা।
8/10

ট্রেলার প্রকাশের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত হয়ে পড়েন সকলে।
9/10

পরিচালক এস এস রাজামৌলি ও অভিনেতা জুনিয়র এনটিআর 'আর আর আর' লেখা শার্ট পরেছিলেন।
10/10

বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে।
Published at : 09 Dec 2021 03:48 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খবর
খবর
Advertisement
ট্রেন্ডিং
