এক্সপ্লোর
Somy Ali : বলিউডের টানে ১৬ বছর বয়সেই ভারতে, সলমনের সঙ্গে ৬ বছরের সম্পর্ক ; কে এই সোমি আলি ?
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/30/573440cb6dd4fa30bb401edb004694a9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সোমি আলি
1/10
![অভিনেত্রী সোমি আলিকে মনে আছে ? যখনই এই অভিনেত্রীর নাম ইন্ডাস্ট্রিতে উঠেছে, সলমন খানের নামও সামনে চলে এসেছে। সলমন খানের প্রাক্তন প্রেমিকাদের নামের তালিকায় চলে আসেন এই অভিনেত্রীও। কিন্তু, এবার নিজের ইনস্টাগ্রাম পোস্টের জন্য সামনে চলে এসেছেন সোমি আলি। (ছবি- সোশাল মিডিয়া)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/951b759380a8105a4f06c81e7f995421e6bb1.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
অভিনেত্রী সোমি আলিকে মনে আছে ? যখনই এই অভিনেত্রীর নাম ইন্ডাস্ট্রিতে উঠেছে, সলমন খানের নামও সামনে চলে এসেছে। সলমন খানের প্রাক্তন প্রেমিকাদের নামের তালিকায় চলে আসেন এই অভিনেত্রীও। কিন্তু, এবার নিজের ইনস্টাগ্রাম পোস্টের জন্য সামনে চলে এসেছেন সোমি আলি। (ছবি- সোশাল মিডিয়া)
2/10
![সদ্যই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রাক্তন বলিউড অভিনেত্রী এবং সলমন খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি একটি পোস্ট করেছেন। যেখানে তিনি নাম না করে সলমন খানকে সাবধান করে দিয়েছেন। পাশাপাশি টেনেছেন ঐশ্বর্য রাইয়ের প্রসঙ্গও।(ছবি- সোশাল মিডিয়া)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/6b879a8f88d753272ac3a72166d12c0b7fb5c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সদ্যই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রাক্তন বলিউড অভিনেত্রী এবং সলমন খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি একটি পোস্ট করেছেন। যেখানে তিনি নাম না করে সলমন খানকে সাবধান করে দিয়েছেন। পাশাপাশি টেনেছেন ঐশ্বর্য রাইয়ের প্রসঙ্গও।(ছবি- সোশাল মিডিয়া)
3/10
![কিন্তু, সোমি আলি কেন এই ধরনের পোস্ট করলেন ? সলমান খানের সঙ্গে তাঁর সম্পর্কই বা কতটা গভীর ছিল ? (ছবি- সোশাল মিডিয়া)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/792069df363c9e9a3737d98e38ffb46e7e0de.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু, সোমি আলি কেন এই ধরনের পোস্ট করলেন ? সলমান খানের সঙ্গে তাঁর সম্পর্কই বা কতটা গভীর ছিল ? (ছবি- সোশাল মিডিয়া)
4/10
![সোমি আলি পাকিস্তান থেকে এসেছিলেন বলিউডে। মা ইরাকের এবং বাবা পাকিস্তানি। সোমির ছোটবেলাটা পাকিস্তানেই কেটেছে। পরে অবশ্য তিনি মায়ের সঙ্গে আমেরিকার ফ্লোরিডায় শিফট হয়ে যান।(ছবি- সোশাল মিডিয়া)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/efc7da8df082905ed77570509e96f33c3395f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সোমি আলি পাকিস্তান থেকে এসেছিলেন বলিউডে। মা ইরাকের এবং বাবা পাকিস্তানি। সোমির ছোটবেলাটা পাকিস্তানেই কেটেছে। পরে অবশ্য তিনি মায়ের সঙ্গে আমেরিকার ফ্লোরিডায় শিফট হয়ে যান।(ছবি- সোশাল মিডিয়া)
5/10
![বলিউডের ওপর খুবই আকর্ষণ ছিল সোমি আলির। তাই মাত্র ১৬ বছর বয়সেই মুম্বইয়ের বিমান ধরেন। মায়ানগরীতে ওঠেন। এখানেই সলমন খানের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় তাঁর। মাত্র কয়েক বছর বয়সের পার্থক্য ছিল তাঁদের।(ছবি- সোশাল মিডিয়া)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/ea0323f5ac1a2b11042a523c8a2c49a19a922.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বলিউডের ওপর খুবই আকর্ষণ ছিল সোমি আলির। তাই মাত্র ১৬ বছর বয়সেই মুম্বইয়ের বিমান ধরেন। মায়ানগরীতে ওঠেন। এখানেই সলমন খানের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় তাঁর। মাত্র কয়েক বছর বয়সের পার্থক্য ছিল তাঁদের।(ছবি- সোশাল মিডিয়া)
6/10
![সোমি আলির কেরিয়ারে প্রথম ছবি বুলন্দ সলমন খানের সঙ্গেই ছিল । কিন্তু, কোনও এক কারণে সেই ছবি মুক্তি পায়নি। তাই তাঁর প্রথম ছবি অন্ত।(ছবি- সোশাল মিডিয়া)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/dedac153940ab84136e69d7809259a3b70708.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সোমি আলির কেরিয়ারে প্রথম ছবি বুলন্দ সলমন খানের সঙ্গেই ছিল । কিন্তু, কোনও এক কারণে সেই ছবি মুক্তি পায়নি। তাই তাঁর প্রথম ছবি অন্ত।(ছবি- সোশাল মিডিয়া)
7/10
![ধীরে ধীরে উভয়ে কাছাকাছি আসতে থাকে। দুজনের প্রেমের গুঞ্জনও শুরু হয়। সলমন খান অবশ্য কখনও এই সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু, মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তাঁরা প্রায় ৬ বছর সম্পর্কে ছিলেন।(ছবি- সোশাল মিডিয়া)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/0da360654deaa3acde9ddafcd6d9badcfbf93.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ধীরে ধীরে উভয়ে কাছাকাছি আসতে থাকে। দুজনের প্রেমের গুঞ্জনও শুরু হয়। সলমন খান অবশ্য কখনও এই সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু, মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তাঁরা প্রায় ৬ বছর সম্পর্কে ছিলেন।(ছবি- সোশাল মিডিয়া)
8/10
![পরে খবর পাওয়া যায়, উভয়ের সম্পর্ক ভেঙে গেছে। এই ব্রেক-আপের নানা কারণও সামনে আসে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সলমন খানের ব্যবহারের জন্য তাঁর থেকে দূরত্ব তৈরি করে নেন সোমি। আবার এমনও গুঞ্জন ছড়ায়, সলমন সোমির সঙ্গে 'প্রতারণা' করেছিলেন। (ছবি- সোশাল মিডিয়া)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/cc6cbcc3c987ea01bf1ea1ea9a58d0c2bc4a2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পরে খবর পাওয়া যায়, উভয়ের সম্পর্ক ভেঙে গেছে। এই ব্রেক-আপের নানা কারণও সামনে আসে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সলমন খানের ব্যবহারের জন্য তাঁর থেকে দূরত্ব তৈরি করে নেন সোমি। আবার এমনও গুঞ্জন ছড়ায়, সলমন সোমির সঙ্গে 'প্রতারণা' করেছিলেন। (ছবি- সোশাল মিডিয়া)
9/10
![এই ছয় বছরে কয়েকটি ছবি বের হয় সোমির। এর মধ্যে রয়েছে - অন্ত, কৃষ্ণ অবতার, ইয়ার গদ্দার, তিসরা কৌন, আও পেয়ার করে, আন্দোলন, মাফিয়া, চুপ। কিন্তু, কোনও ছবিটাই বক্স অফিসে দাগ কাটতে পারেনি।(ছবি- সোশাল মিডিয়া)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/134166cbbb3aa78cb0865b8c0dff70e2a9be8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই ছয় বছরে কয়েকটি ছবি বের হয় সোমির। এর মধ্যে রয়েছে - অন্ত, কৃষ্ণ অবতার, ইয়ার গদ্দার, তিসরা কৌন, আও পেয়ার করে, আন্দোলন, মাফিয়া, চুপ। কিন্তু, কোনও ছবিটাই বক্স অফিসে দাগ কাটতে পারেনি।(ছবি- সোশাল মিডিয়া)
10/10
![মন ভেঙে গিয়েছিল, কেরিয়ারেও উল্লেখযোগ্য কিছু হচ্ছিল না। তাই মুম্বই ছেড়ে আমেরিকা পাড়ি দেন সোমি। এখন মিয়ামিতে থাকেন বলিউডের প্রাক্তন এই অভিনেত্রী। একটি এনজিও-র সঙ্গে যুক্ত সোমি।(ছবি- সোশাল মিডিয়া)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/11991d15f6b374fd94b1be9dc84712596e287.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মন ভেঙে গিয়েছিল, কেরিয়ারেও উল্লেখযোগ্য কিছু হচ্ছিল না। তাই মুম্বই ছেড়ে আমেরিকা পাড়ি দেন সোমি। এখন মিয়ামিতে থাকেন বলিউডের প্রাক্তন এই অভিনেত্রী। একটি এনজিও-র সঙ্গে যুক্ত সোমি।(ছবি- সোশাল মিডিয়া)
Published at : 31 Mar 2022 11:11 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)