এক্সপ্লোর
Crorepati Film Celebs: বলিউডের এই স্টারেরা ব্যবসা থেকেও কোটি কোটি টাকা আয় করেন

ছবি-ঋত্বিক রোশন ও দীপিকা পাডুকোন
1/7

শাহরুখ খান শুধু একজন প্রতিভাবান অভিনেতাই নন, একজন সফল ব্যবসায়ীও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক তিনি। অভিনেত্রী জুহি চাওলার সঙ্গে ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্স দলের প্রতিষ্ঠা করেন। জুহি-শাহরুখ একসঙ্গে একাধিক ছবিতে অভিনয়ও করেছেন। আইপিএলের অন্যতম ধনী দল কেকেআর। এর পাশাপাশি মোশন প্রোডাকশন ফার্ম রেড চিলিজ এন্টারটেনমেন্টের কো-চেয়ারম্যান শাহরুখ। অন্য স্টুডিও ও ফিল্মমেকারদের ভিএফএক্স এবং অ্যানিমেশন পরিষেবা দিয়ে থাকে এই ফিল্ম প্রোডাকশন কোম্পানি।
2/7

অনুষ্কা শর্মা। সফল অভিনেত্রীর পাশাপাশি ব্যবসার জগতেও নিজস্ব একটা পরিচিতি গড়ে তুলেছেন। কয়েক বছর আগে নুশ ক্লোদিং লাইন শুরু করেন। এছাড়া ভাইয়ের সঙ্গে মিলে তৈরি করেছেন নতুন ফিল্ম প্রোডাকশন ফার্ম। এই প্রোডাকশন হাউস ইতিমধ্যেই "এনএইচ১০", "ফিলৌরি" ও "পরী"-র মতো ছবি তৈরি করেছে। এই হাউসের ব্যানারে তৈরি "পাতাললোক" অনলাইন সিরিজ দর্শকদের কাছে প্রশংসিত হয়।
3/7

শিল্পা শেট্টি তাঁর স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে একাধিক ব্যবসায় নিযুক্ত। মুম্বইয়ের "মনার্কি ক্লাব"-এর মালিক শিল্পা। এই ক্লাব ইউরোপীয় নবজাগরণের স্থাপত্য ও ভারতীয় রাজ পরম্পরায় অনুপ্রাণিত। এছাড়া আয়োসিস স্পা ও স্যালন চেনের কো-ওনার শিল্পা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব রাজস্থান রয়্যালসের মালিক শিল্পা ও তাঁর স্বামী রাজ। যদিও যখন সুপ্রিম কোর্ট এই ক্লাবের বাজি ধরায় জড়িত থাকার বিষয়টি জানতে পারে, তখন ২০১৮ সালে ফ্রাঞ্চাইজি বিক্রি করে দেন তাঁরা।
4/7

দীপিকা পাডুকোন এই মুহূর্তে বলিউডে সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী। অ্যাপারেল লাইন অল অ্যাবাউট ইউ- থেকেও প্রচুর রোজগার করেন। মিন্ত্রার সঙ্গে যৌথ উদ্যোগে ২০১৫ সালে এই অনলাইন কাপড়ের ব্যাবসা শুরু করেছিলেন অভিনেত্রী। ২০১৩ সালে ভ্যান হুসেন ও দীপিকা মহিলা ফ্যাশন লাইন শুরু করেন।
5/7

সফল অভিনেতার পাশাপাশি কীভাবে ব্যবসায় সাফল্য পেতে হয় তা দেখিয়ে দিয়েছেন সলমন খানও। ছবি তৈরির পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক উদ্যোগের সঙ্গে জড়িত চুলবুল পাণ্ডে। তার মধ্যে রয়েছে ব্র্যান্ডেড পোশাকের ব্যবসা। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তাঁর পোশাকের ব্র্যান্ড "বিইং হিউম্যান"। যেখানে ফ্যাশন সামগ্রী, পোশাক পাওয়া যায়।
6/7

ঋত্বিক রোশন। ব্লকবাস্টার ছবি "কহো না প্যায়ার হ্যায়" ছবি দিয়ে কেরিয়ার শুরু। নিজের ফ্যাশন ব্র্যান্ড HRX-এর বড় মেজোরিটি স্টেক বিক্রি করে দিয়েছেন ফ্লিপকার্টের মালিকানাধীন শপিং পোর্টাল মিন্ত্রাকে। ফিটনেস ওয়্যার ব্র্যান্ড HRX-এর যাত্রা শুরু হয়েছিল ২০১৩ সালে। মুম্বইয়ের সেন্টার কাল্ট জিমের মালিক ঋত্বিক। বেঙ্গালুরুর জিম কিওরফাই-এ রয়েছে ইক্যুইটি স্টেক।
7/7

আমেরিকায় লকডাউন বিধি শিথিল হওয়ার পর এবছর জুনের শেষ দিকে নিউইয়র্কে প্রথমবার নিজের রেস্তোরাঁ SONA পরিদর্শন করেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী বলেছেন, এই রেস্তোরাঁটি খুলতে তাঁর তিন বছর সময় লেগে গেছে। এটাকে তিনি "ভালোবাসার পরিশ্রম" বলেন। এর পাশাপাশি এপ্রিলের মাঝামাঝি করে ওয়াটার ব্র্যান্ড BON V!V স্পাইকড সেল্জার-এর সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। যা আমেরিকায় পাওয়া যাবে।
Published at : 26 Jul 2021 03:39 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
