এক্সপ্লোর
In Pics: কাজের পাশাপাশি একা হাতে সামলেছেন সন্তানদের, চিনুন বলিউডের বহু চর্চিত এই 'একক মা'য়েদের

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
1/6

অভিভাবকত্ব একটি অত্যন্ত দায়িত্বশীল এবং চ্যালেঞ্জিং কাজ। আজ বলিউডের এমন কিছু অভিনেত্রীর কথা জানা যাক, যাঁরা একদিকে নিজেদের অভিনয় জগতের দায়িত্ব সামলেছেন। অন্যদিকে সিঙ্গল মা হিসেবেও সম্পূর্ণ দায়িত্ব পালন করেছেন।
2/6

শ্বেতা তিওয়ারি: অভিনেত্রী শ্বেতা তিওয়ারি দুটি বিয়ে করেছিলেন। কিন্তু দুটির একটিও চিরস্থায়ী হয়নি। তবে আজ শ্বেতা তাঁর কন্যা সন্তান পলক এবং পুত্র রেয়াংসকে একক মা হিসেবে বড় করছেন।
3/6

অমৃতা সিংহ: স্বামী সেফ আলি খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর, অমৃতা সিংহ তাঁর দুই সন্তান সারা আলি খান এবং ইব্রাহিম আলি খানকে নিজে বড় করেছেন। অমৃতা একজন দুর্দান্ত অভিনেত্রী ও সিঙ্গল মা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
4/6

একতা কপূর: চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক একতা কপূর কিছুদিন আগে সারোগেসির মাধ্যমে মা হয়েছেন। একতা একক অভিভাবক এবং প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তাঁর ছেলে রবি কপূরের সঙ্গে ছবি এবং ভিডিও শেয়ার করেন।
5/6

করিশ্মা কপূর: অভিনেত্রী করিশ্মা কপূর ২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কপূরকে বিয়ে করেন। তবে ২০১৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। করিশ্মা এখন একজন 'সিঙ্গল মাদার' এবং তাঁর দুই সন্তান সমাইরা এবং কিয়ানের সম্পূর্ণ যত্ন নেন।
6/6

সুস্মিতা সেন: একক মায়েদের কথা হলে প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের নাম আসবে না, তা কি হয়? সুস্মিতা ২০০০ এবং ২০১০ সালে দুই মেয়ে রেনি এবং আলিশাকে দত্তক নিয়েছিলেন। এখন এই দুই মেয়েই সুস্মিতার সংসার। অভিনেত্রীর বয়স ৪৬ বছর কিন্তু তিনি এখনও বিয়ে করেননি।
Published at : 15 Dec 2021 05:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
