এক্সপ্লোর
Tripti Dimri Birthday: মডেলিং দিয়ে শুরু, নামী সংস্থার বিজ্ঞাপনের মুখ, কার স্বপ্ন পূরণ করতে অভিনয়ে তৃপ্তি?
Tripti Dimri: ২৩ ফেব্রুয়ারি ২৯ পূর্ণ করলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। সদ্য 'অ্যানিম্যাল' ছবিতে জোয়ার চরিত্রে অভিনয় করে সাফল্য ও প্রশংসার চূড়ায় নায়িকা। তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য।
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10

২০১৭ সালে ‘পোস্টার বয়েজ’ ছবির হাত ধরে অভিনয় জীবনে পা রাখেন তৃপ্তি দিমরি। সানি দেওল, ববি দেওল, শ্রেয়স তলপড়ের সঙ্গে কাজ করেন তিনি। এছাড়া তিনি সাজিদ আলির ‘লায়লা মজনু’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। সমালোচকদের থেকে এই ছবি ভূয়সী প্রশংসা লাভ করে। ছবি: ইনস্টাগ্রাম
2/10

উত্তরাখণ্ডের মেয়ে তৃপ্তি। অভিনয় জগতে প্রবেশের আগে তিনি পা রাখেন মডেলিংয়ে। একাধিক ম্যাগাজিনের কভার ও বিজ্ঞাপনের মুখ ছিলেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম
3/10

ঘুরে বেড়াতে খুবই পছন্দ করেন তৃপ্তি। নির্মল প্রাকৃতিক দৃশ্য থেকে ট্রেকিংয়ের মুহূর্ত, খুব সুন্দরভাবে ক্যামেরাবন্দি করেন তিনি। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাই চোখ বোলাতে যে কোনও মানুষেরই ভাল লাগবে। ছবি: ইনস্টাগ্রাম
4/10

‘সন্তুর’ সাবানের বিজ্ঞাপন মনে নেই এমন মানুষ বোধ হয় কমই আছেন। সেই বিজ্ঞাপনে মায়ের চরিত্রে যে মহিলাকে দেখা যেত, তিনি আসলে কিন্তু তৃপ্তি দিমরি। ছবি: ইনস্টাগ্রাম
5/10

বাবার দ্বারা অনুপ্রাণিত হয়েই অভিনয় দুনিয়ায় আসা তৃপ্তির। তাঁর বাবাও অভিনেতা হতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। মেয়েই এখন বাবার সেই অপূর্ণ স্বপ্নকে পরিণতি দিচ্ছেন। ছবি: ইনস্টাগ্রাম
6/10

ঝুলিতে কাজের সংখ্যা প্রচুর না হলেও ওটিটিতে কাজের জন্য জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। ওয়েব অরিজিন্যাল ফিল্ম বিভাগে ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস’ পান ‘বুলবুল’ ছবির জন্য। ছবি: ইনস্টাগ্রাম
7/10

আগে একবার অভিনেত্রী জানিয়েছিলেন তিনি শাহরুখ খান, বিজয় দেবেরাকোণ্ডা ও রণবীর কপূরের সঙ্গে কাজ করতে চান। একটি আশা তার পূরণ হয়েছে বটে। রণবীরের সঙ্গে ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় বিশেষ খ্যাতি এনে দিয়েছে তাঁকে। ছবি: ইনস্টাগ্রাম
8/10

তৃপ্তির শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘অ্যানিম্যাল’। এই ছবি ঘিরে অজস্র বিতর্ক ও সমালোচনা হলেও তাঁর চরিত্র প্রবল প্রশংসা লাভ করে। বলাই বাহুল্য খ্যাতি অন্য মাত্রায় পৌঁছেছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম
9/10

অভিনেত্রীর ঝুলিতে এখন রয়েছে একাধিক ছবির কাজ। সম্প্রতি ঘোষণা করা হয়েছে কার্তিক আরিয়ানের বিপরীতে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে অভিনয় করবেন তৃপ্তি। ছবি: ইনস্টাগ্রাম
10/10

২০২১ সালের ‘ফোর্বস এবশিয়া’ প্রকাশিত ‘থার্টি আন্ডার থার্টি’ নাম ওঠে তৃপ্তি দিমরির। আজ, ২৩ ফেব্রুয়ারি ২৯ পূর্ণ করলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। ছবি: ইনস্টাগ্রাম
Published at : 23 Feb 2024 09:15 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























