এক্সপ্লোর
Suhana Khan Update: সাদা পোশাকে নেট দুনিয়ায় ঝড় শাহরুখ কন্যা সুহানার
সুহানা খান
1/7

স্টার কিড হিসেবে বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। এখনও বলিউডে ডেবিউ করেননি। তার আগেই তিনি বেশ জনপ্রিয়।
2/7

কখনও ওয়েস্টার্ন পোশাকে, কখনও আবার ভারতীয় পোশাকে নানা ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন। মাত্র কয়েকদিন আগেই লাল রঙের শাড়িতে ছবি পোস্ট করেছিলেন।
3/7

সম্প্রতি সুহানা খানকে দেখা গেল ডিজাইনার মনীশ মলহোত্রর ডিজাইন করা সাদা লেহেঙ্গায়। এথনিক লুকে চোখ ধাঁধালেন শাহরুখ কন্যা।
4/7

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এথনিক লুকে সুহানা খানের ছবি পোস্ট করেছেন ডিজাইনার মনীশ মলহোত্র। সাদা রঙের লেহেঙ্গায় তিনি হয়ে উঠেছেন মোহময়ী।
5/7

পোশাকের সঙ্গে মানানসই গয়না পরেছেন সুহানা। ছোট্ট টিপস আর কানে ঝুমকো তাঁর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।
6/7

বলিউডে আত্মপ্রকাশ করার আগের প্রস্তুতি যে বেশ জোরকদমে চলছে সুহানা খানের, তা বোঝাই যাচ্ছে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বলিউডে ডেবিউ হতে পারে তাঁর।
7/7

বিভিন্ন সূত্রে খবর, ফারহান আখতারের বোন জোয়া আখতার খুব শীঘ্রই অর্চি কমিকস নিয়ে হিন্দি ছবি তৈরি করছেন। আর সেই ছবি দিয়েই বলিউডে পা রাখতে পারেন শাহরুখ কন্যা সুহানা।
Published at : 28 Feb 2022 04:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















